Sahab Uddin:
সার্চ ইঞ্জিন ‘বিং’র হিসাবে এ বছর ‘বিবার ফিভার’ পুরো বিশ্বে চেপে বসেছে। তাদের কাছে এ বছর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টিন সেনসেশন জাস্টিন বিবারের খোঁজ জানতে চেয়েছে।
রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান এবং ব্র্যাড পিটের সাবেক স্ত্রী ও অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন বিবার। সোমবার ‘বিং’ তাদের কার্যালয়ে সাংবাদিকদের তাদের ২০১১ সালের এই রিপোর্ট জানায়।
১৭ বছর বয়সী এই আন্তর্জাতিক তারকা ২০১০ সালের ‘বিং মোস্ট সার্চড স্টার’ তালিকার ছয় নাম্বরে ছিলেন। কিন্তু এবার তিনি সবাইকে মাত করে এক নাম্বারে উঠে এসছেন।‘বিং’ জানায়, তাদের এই সেরা ১০’র তালিকায় বিবারই একমাত্র পুরুষ তারকা। এই ‘বেবি’ হিটমেকারের পরেই আছেন গত বছর এই তালিকার শীর্ষে থাকা কিম কর্দাশিয়ান। তৃতীয় স্থানে আছেন অভিনেত্রী এবং ব্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টোন।
‘বিং’র সবচেয়ে আলোচিত তারকাদের তালিকায় আরো যারা আছেন তারা হলেন- লিন্ডসে লোহান, মেগান ফক্স, জেনিফার লোপেজ, ব্রিটনি স্পিয়ার্স, কেটি পেরি, ণেডি গাগা এবং মাইলি সাইরাস।এছাড়াও ‘বিং’র হিসাবে এ বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র হয়েছে ‘মিশন ইম্পাসিবল ৪: ঘোস্ট প্রটোকল’ এবং পরেই আছেন ‘টোয়ালাইট সাগা: ব্রেকিং ডন’।অন্যদিকে, এ বছর যে নিউজ স্টেরিগুলো ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি ‘বিং’-এ খুঁজেছেন সেগুলো হলো- ওসামা বিন লাদেনের মৃত্যু, মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিচার এবং জাপানের ভূমিকম্প ও সুনামি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন