Sahab Uddin:
শ্রীলঙ্কার স্পিনার সনৎ জয়সুরিয়াকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের নবম সর্বোচ্চ উইকেট শিকারী এখন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি। রোববার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে শহীদ আফ্রিদি ৩২৯তম ম্যাচ খেলার আগে ৩২২টি উইকেট শিকার করে শ্রীলঙ্কার জয়সুরিয়ার চেয়ে এক উইকেট কম শিকার করায় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দশম স্থানে ছিলেন তিনি। নবম স্থানে থাকা জয়সুরিয়ার উইকেট শিকার সংখ্যা ৩২৩টি।
শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে সাঙ্গাকারা এবং জিভান মেন্ডিসের উইকেট শিকারের মধ্য দিয়ে জয়সুরিয়াকে টপকে ওয়ানডেতে নবম উইকেট শিকারী হিসেবে নিজের নাম লেখান আফ্রিদি। এরপর একে একে মাহেলা জয়াবর্ধনে, পেরেরা এবং প্রসন্নকে সাজঘরে ফেরত পাঠালে ৩২৯ ম্যাচে তার উইকেট শিকার সংখ্যা এখন ৩২৭টি। এদিন শহীদ আফ্রিদি ৯.২ ওভার বল করে কোনো মেডেন না পেলেও ৩৫ রান খরচায় শ্রীলঙ্কার পাঁচ উইকেটের পতন ঘটিয়ে পাকিস্তানকে ম্যাচে জেতানোর পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করেন।
ওয়ানডে ক্যারিয়ারে শহীদ আফ্রিদি মোট ছয়বার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। এছাড়া চারবার নিয়েছেন চারটি করে উইকেট। ওয়ানডেতে আফ্রিদির বেস্ট বোলিং ৬/৩৮।শহীদ আফ্রিদির চেয়ে ১০ উইকেট বেশি নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের আর একটি মাত্র ম্যাচ খেলার বাকি আছে পাকিস্তানের। এই সিরিজে না পারলেও এ মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অনিল কুম্বলেকে যে টপকে যাবেন তা বলার অপেক্ষা রাখে না।
ওয়ানডেতে উইকেট শিকারের দিক থেকে এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার উইকেট শিকার সংখ্যা ৫৩৪টি। ৫০২টি উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।
ওয়ানডেতে সর্বোচ্চ ১০ উইকেট শিকারী
খেলোয়াড় দেশ ম্যাচ মোট উইকেট
মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কা ৩৫০ ৫৩৪
ওয়াসিম আকরাম পাকিস্তান ৩৫৬ ৫০২
ওয়াকার ইউনুস পাকিস্তান ২৬২ ৪১৬
চামিন্দা ভাস শ্রীলঙ্কা ৩২২ ৪০০
শন পোলক দক্ষিণ আফ্রিকা ৩০৩ ৩৯৩
গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ২৫০ ৩৮১
ব্রেট লি অস্ট্রেলিয়া ২০৫ ৩৬৭
অনিল কুম্বলে ভারত ২৭১ ৩৩৭
শহীদ আফ্রিদি পাকিস্তান ৩২৯ ৩২৭
সনৎ জয়সুরিয়া শ্রীলঙ্কা ৪৪৫ ৩২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন