সোমবার, ২১ নভেম্বর, ২০১১

ফেসবুকে নতুন যত...

Sahab Uddin:
আসামাজিক যোগাযোগ সেবায় এক নম্বর স্থান দীর্ঘদিন ধরেই ফেইসবুকের দখলে। কিন্তু সম্প্রতি বাজারে আসা গুগল প্লাসকে শীর্ষস্থানের জন্য হুমকি মনে করছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মাক জুকারবার্গ। কারণ গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা এরই মধ্যে আড়াই কোটি ছাড়িয়ে গেছে। তাই নড়েচড়ে বসেছেন ফেইসবুক কর্তারা। অসময়েই ডেকে বসেছেন ফেইসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন 'এফ-৮'। এখানেই ঘোষণা দেওয়া হয়_নতুন সাজে সাজবে ফেইসবুক। নতুনভাবে সাজানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য 'প্রজেক্ট স্পার্টন' নামের একটি নকশাও তৈরি করা হয়েছে বলে জানানো হয়।
টাইমলাইন
ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এফ-৮ সম্মেলনে একটি নতুন ও অভিনব সুবিধা যোগ করার কথা ঘোষণা করেন। নতুন এ সুবিধার নাম 'টাইমলাইন'। কম্পিউটার ও মোবাইল_ফেইসবুকের এ দুই সংস্করণেই সেবাটি উপভোগ করা যাবে। এখানে ফেইসবুক ব্যবহারকারী তাদের সারা জীবনের প্রতিটি ঘটনাই লিপিবদ্ধ করতে পারবে। আরো অন্তর্ভুক্ত করতে পারবে স্মরণীয় কোনো মুহূর্তের ছবি বা ভিডিও। ফেইসবুক ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত অন্যদের জানানোর সুযোগ তৈরি করার উদ্দেশ্যেই যোগ করা হয়েছে এ ফিচারটি।
টাইমলাইন সম্পর্কে মার্ক জুকারবার্গ বলেন, টাইমলাইন একজন ব্যবহারকারীর পুরো জীবনের ইতিহাস বলবে। এর সাহায্যে গ্যালারি, ম্যাস বা পোস্টের মাধ্যমে একজন ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত প্রোফাইলে দেখানো হবে। এতে কভার, স্টোরিজ এবং অ্যাপস নামের তিনটি অংশ থাকবে। কভার অংশটিতে ব্যবহারকারীর ছবি দেখানো হবে। যা হবে একটি উইন্ডোর ওপরের অংশ থেকে প্রায় অর্ধেকের মতো বড় ছবি। স্টোরিজ অংশে থাকবে ব্যবহারকারীর সংক্ষিপ্ত জীবনী এবং অ্যাপসে থাকবে ফেইসবুক মিউজিক, ভিডিও কিংবা সাম্প্র্রতিক দেখা কোনো মুভি বা টিভি সিরিয়ালসহ অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে টাইমলাইন ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। টাইমলাইন সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা ফিচারটি রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের প্রোফাইলে পেতে ভিজিট করুন http://www.facebook.com/about/timeline। এরপর Sign Me Up বাটনে ক্লিক করে কিছুদিন অপেক্ষা করুন। আপনার ডাকের জন্যই সুযোগটি অপেক্ষা করছে।
সাবস্ক্রাইবিং
মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো ফেইসবুকেও চালু হয়েছে সাবস্ক্রাইবিং সুবিধা। ফলে কারো বন্ধু না হয়েও সাবস্ক্রাইবার করে তার পেইজের তথ্য দেখা ও মন্তব্য করা যাবে। ফেইসবুকে সাধারণত পাঁচ হাজারের বেশি বন্ধু যোগ করা যায় না। এ ক্ষেত্রে সাবস্ক্রাইব সুবিধা বেশ কাজে আসবে। ফেইসবুকের মূল পাতায় 'মেসেজ' ও 'পোক' বাটনের পাশে বসেছে নতুন এ সাবস্ক্রাইব বাটন।
নিজের প্রোফাইলে সাবস্ক্রাইব অপশনটি যুক্ত করতে http://www.facebook.com/ about/subscribe লিংকে যেতে হবে এবং subscribe বাটনে ক্লিক করতে হবে। চালু করার সময় ব্যবহারকারী নিজের মতো প্রাইভেসি পছন্দ করতে পারবে। এর মধ্যে কারা কারা সাবস্ক্রাইব করতে পারবে, মন্তব্য করতে কিংবা দেখতে পারবে ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করতে পারবে।
স্মার্ট বন্ধু তালিকা
স্মার্ট ফ্রেন্ড লিস্টের মাধ্যমে ব্যবহারকারী ব্যক্তিগত কিছু তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় গ্রুপ তৈরি করতে পারবে। ফেইসবুকের বন্ধুদের মধ্যে যাদের তথ্যে মিল থাকবে, স্বয়ংক্রিয়ভাবে তারা একই গ্রুপের সদস্য হয়ে যাবে। ফেইসবুকের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্স মাইক স্কফারের মতে, নতুন এ সেবার মাধ্যমে ফেইসবুকের বন্ধুরা আরো কাছাকাছি থাকার সুযোগ পাবে। এটি বন্ধুত্বকে আরো মজবুত করবে।
ফেইসবুকে টুইট
এখন থেকে টুইটারের টুইট ফেইসবুকের প্রোফাইল আপডেট করা যাবে। ফেইসবুকের অ্যাকাউন্টটি টুইটারে কানেক্ট করলেই এ সুবিধা পাওয়া যাবে। প্রথমে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে Settings-এ ক্লিক করে Profile ট্যাবে ক্লিক করতে হবে। এরপর নিচ থেকে Facebook অংশে Post your Tweets to Facebook বাটনে ক্লিক করতে হবে।
এ সময় ফেইসবুকে লগ ইন না করলে Sign into Facebook and connect your accounts বাটনে ক্লিক করতে হবে। নতুন উইন্ডো আসার পর ফেইসবুকে লগ ইন করে Request to Permission উইন্ডোতে Allow ক্লিক করলেই টুইটারের সঙ্গে ফেইসবুক যুক্ত হয়ে যাবে। সবশেষে Save বাটনে ক্লিক করে কাজ শেষ করতে হবে। এর পর থেকে টুইটারে নতুন কোনো টুইট করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুক প্রোফাইলে চলে আসবে।
আরো কিছু নতুন সুবিধা
আরো কিছু নতুন সুবিধা যোগ হয়েছে ফেইসবুকে। এর মধ্যে রয়েছে 'রিয়েল টাইম টিকার'। এর মাধ্যমে ফেইসবুকের বন্ধুরা কে কী দেখছে বা শুনছে, কে কার স্ট্যাটাসে কমেন্ট বা লাইক করছে_সবই জানা যাবে। আরো থাকছে নিউজ ফিডের পরিবর্তন। এর মাধ্যমে ব্যবহারকারী পছন্দমতো আপডেট খবরগুলো নিজের ওয়ালে পাবে। থাকছে ব্যবহারকারীর স্ট্যাটাস আপডেট করার সময় নির্দিষ্ট স্থান কিংবা ব্যক্তির নাম জুড়ে দেওয়ার মতো সুবিধা।
ডেভেলপাররা ফেইসবুকের 'লাইক' বাটনটিতে এখন থেকে পাচ্ছে নির্দিষ্ট কোনো স্থান বা ব্যক্তির নাম জুড়ে দেওয়ার সুযোগ। 'টপ স্টোরি' ও 'রিসেন্ট স্টোরি' নামের সুবিধা দুটি ব্যবহার করে দ্বিতীয়বার লগ ইন করার আগ মুহূর্ত পর্যন্ত সবধরনের আপডেটেড স্ট্যাটাস দেখা যাবে।
৩০ সেপ্টেম্বর থেকে ফেইসবুকে এ নতুন রূপ চালু হয়েছে। এতে ফেইসবুক সবার কাছে আকর্ষণীয় ও আনন্দময় হয়ে উঠেছে। এখন অপেক্ষা শুধু ফেইসবুকের নতুনত্বের সঙ্গে পরিচিত হওয়ার। তবে আজই শুরু হয়ে যাক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন