রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

 উচ্চ ক্ষমতার গ্রাফিকস কার্ড বাজারে

Sahab Uddin:
উচ্চ ক্ষমতার নতুন একটি গ্রাফিকস কার্ড বাজারে এসেছে। এটি গেম খেলা ও গ্রাফিকসের কাজ করার উপযোগী। আসুসের ইএএইচ৬৭৭০ডিসি/২ডিআই মডেলের এই কার্ডে আছে এএমডি রেডিয়ন এইচডি৬৭৭০ গ্রাফিক্স ইঞ্জিন। এর ভিডিও মেমোরি এক গিগাবাইট। এতে আছে ডি-সাব আউটপুট, ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট ইত্যাদি সংযোগের সুবিধা। এটি ডাইরেক্টএক্স ১১, মাইক্রোসফট উইন্ডোজ ৭ প্রভৃতি সমর্থন করে। এর দাম ১২ হাজার টাকা। এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.।—বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন