সোমবার, ২১ নভেম্বর, ২০১১

মোবাইল অ্যাপসঃ ইংলিশ টু বাংলা ডিকশনারি

Sahab Uddin
মোবাইল ফোন থেকেই অনেক সময় ইংরেজি শব্দ থেকে বাংলা অর্থ দেখার প্রয়োজন পড়ে। তবে সাধারণ মোবাইল ফোন বা স্মার্টফোনগুলোতে স্বয়ংক্রিয়ভাবে (ডিফল্ট) কোনো ডিকশনারি দেওয়া থাকে না। এ জন্য স্মার্টফোনে আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেওয়ার দরকার পড়ে। মোবাইল ফোনে ইংরেজি থেকে বাংলা দেখার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে। তবে ইটুবি ডিকশনারি এর মধ্যে বেশ চমৎকার।
এটি তৈরি করেছেন বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলী ওয়ালিউল ইসলাম মণ্ডল। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে বিএসসি ডিগ্রি নিয়েছেন। তাঁর তৈরি করা অনেকগুলো মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে মোবাইল ইংলিশ টু বাংলা অন্যতম। এটি যেকোনো জাভা সমর্থক মোবাইলেই কাজ করে। কোনো শব্দের ইংরেজি বানান লেখার পর পরই এটি তার বাংলা অর্থ দেখায়। কম্পিউটারের মাধ্যমে এটি opentechbd.com/wali/BanglaDictionary.zip থেকে ডাউনলোড করা যাবে। এরপর এটি আনজিপ করে মোবাইল ফোনে ফাইলটি কপি এবং ইনস্টল করা যাবে। আবার সরাসরি মোবাইল ফোনে wap.opentechbd.com থেকেও সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। ইনস্টল শেষে এটি ওপেন করলেই ওপরে ইংরেজি শব্দটি লেখার একটি বঙ্ আসবে। সেখানে ইংরেজি শব্দ লেখার সঙ্গে সঙ্গে নিচে বাংলায় তার অর্থ দেখাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন