Sahab Uddin:
সালমান ও ক্যাটরিনা অভিনীত যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘এক থা টাইগার’র সেটে স্বর্ণের বৃষ্টি হয়েছে! দিওয়ালির দিন তুরস্কে ছবির শুটিং চলাকালে স্বর্ণের বৃষ্টি হয়।
সালমান ও ক্যাটরিনা অভিনীত যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘এক থা টাইগার’র সেটে স্বর্ণের বৃষ্টি হয়েছে! দিওয়ালির দিন তুরস্কে ছবির শুটিং চলাকালে স্বর্ণের বৃষ্টি হয়।
সূত্র জানায়, দিওয়ালির দিনেও পরিবারকে ছেড়ে তুরস্কে দিওয়ালি পালন করতে হয় ‘এক থা টাইগার’র সব কলা-কুশলীকে। এটা নিয়ে অনেক মন খারাপ ছিল ছবির নায়িকা ক্যাটরিনার। তাই তিনি সবার দিওয়ালিকে আরো স্মরণীয় করে রাখতে একটি পদক্ষেপ নেন। তিনি ঠিক করেন সবাইকে তার প্রিয় কোনো কিছু উপহার দেবেন এবং এর সঙ্গে থাকবে একটি করে স্বর্ণের মুদ্রাও।
এরপর এই উপহারের কথাটি ক্যাটরিনা তার প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা সালমানকে জানান। ক্যাটরিনার এই উপহারের আইডিয়াটি খুব পছন্দ হয় সালমানের। তাই সালমানও সবাইকে স্বর্ণের মুদ্রা উপহার দেবেন বলে ঠিক করেন।
যেই কথা সেই কাজ, ‘এক থা টাইগার’র সেটের পরিচালক থেকে শুরু স্পট বয় পর্যন্ত সবাই দুটি করে স্বর্ণের মুদ্রা উপহার পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন