Sahab Uddin
বলিউড সুপারস্টার সালমান খান তামিল ‘আরিয়া টু’ ছবির রিমেকে লাভার বয় হয়ে আবারও পর্দা কাঁপাবেন। পরিচালক রনি স্ক্রুওয়ালা ‘আরিয়া টু’ ছবিটি হিন্দিতে রিমেক করার পরিকল্পনা করছেন। ছবিটির লাভার বয়ের মূল চরিত্রে অভিনয়ের জন্য সালমান খানকে চুক্তিবদ্ধ করেছেন পরিচালক। এটি প্রযোজনা করছেন সুকুমার। তিনি তামিল ‘আরিয়া টু‘ ছবিটির পরিচালকের দায়িত্বে ছিলেন। ২০১২ সালে রিমেক ‘আরিয়া টু’ ছবিটির শুটিং শুরু হবে। ছবিটির অন্যান্য বিষয়গুলো এখনও চুড়ান্ত হয়নি।
বডিগার্ডের লাভার বয় সালমান খান এর আগেও তামিল ছবির রিমেকে অভিনয় করেছেন।
তামিল ছবির রিমেকের মধ্যে ‘দাবাঙ’,‘ওয়ান্টেড’ ও ‘তেরে নাম’ সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করে বক্স অফিসে তুমুল সাড়া জাগিয়েছিলেন তিনি। বলিউড ফিল্মে ঘুরে দাঁড়ানোর অস্ত্র হিসেবে তামিল ছবির রিমেক অনেকটাই সফলতা এনে দিয়েছে সালমানের ক্যারিয়ারে। তামিল ছবির রিমেকে অভিনয় করাটা তাই সৌভাগ্য বলেই মনে করেন সালমান।
ভারতের তামিল সুপারহিট ছবি ‘আরিয়া টু’। ২০০৯ সালে রোমান্টিক এই ছবিটি মুক্তি পায় । ছবিটিতে অভিনয় করেছেন তামিল অভিনেতা অল্লু অর্জুন, ও নাভদীপ এবং নায়িকা কাজল আগারওয়াল । ট্রায়েঙ্গেল প্রেমের ভিন্ন কাহিসী নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। মূল চরিত্রে অভিনয় করে অল্লু অর্জুন দর্শকদের নজর কাড়েন। কাজল আগারওয়ালও ‘সিঙ্গাম’ ছবিটি দিয়ে বলিউড ফিল্মে পা রেখেছেন। ‘আরিয়া টু’ ছবিটি হিন্দীতে ডাবিং করা হয়। যার নাম দেয়া হয় ‘আরিয়া,এক দিওয়ানা’।
বডিগার্ডের লাভার বয় সালমান খান এর আগেও তামিল ছবির রিমেকে অভিনয় করেছেন।
তামিল ছবির রিমেকের মধ্যে ‘দাবাঙ’,‘ওয়ান্টেড’ ও ‘তেরে নাম’ সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করে বক্স অফিসে তুমুল সাড়া জাগিয়েছিলেন তিনি। বলিউড ফিল্মে ঘুরে দাঁড়ানোর অস্ত্র হিসেবে তামিল ছবির রিমেক অনেকটাই সফলতা এনে দিয়েছে সালমানের ক্যারিয়ারে। তামিল ছবির রিমেকে অভিনয় করাটা তাই সৌভাগ্য বলেই মনে করেন সালমান।
ভারতের তামিল সুপারহিট ছবি ‘আরিয়া টু’। ২০০৯ সালে রোমান্টিক এই ছবিটি মুক্তি পায় । ছবিটিতে অভিনয় করেছেন তামিল অভিনেতা অল্লু অর্জুন, ও নাভদীপ এবং নায়িকা কাজল আগারওয়াল । ট্রায়েঙ্গেল প্রেমের ভিন্ন কাহিসী নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। মূল চরিত্রে অভিনয় করে অল্লু অর্জুন দর্শকদের নজর কাড়েন। কাজল আগারওয়ালও ‘সিঙ্গাম’ ছবিটি দিয়ে বলিউড ফিল্মে পা রেখেছেন। ‘আরিয়া টু’ ছবিটি হিন্দীতে ডাবিং করা হয়। যার নাম দেয়া হয় ‘আরিয়া,এক দিওয়ানা’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন