সোমবার, ২১ নভেম্বর, ২০১১

হ্যাকারের কবলে এনসিটিবি’র ওয়েবসাইট

Sahab Uddin
জাতীয় পাঠ্যক্রম ও পুস্তক বোর্ডের (এন সিটিবি) ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। রোববার সকাল থেকে সাইটটি খোলা যাচ্ছে না।সাইটটির হোম পেইজে লাল রঙে লেখা রয়েছ, “ইউ হ্যাভ বিন হ্যকড বাই বাংলাদেশী হ্যাকার এন ৩ রব।”সাইটটিতে বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সব শিক্ষাক্রমের বইয়ের পিডিএফ কপি ও সিলেবাস ছিল এবং শিক্ষাবোর্ডের নানাবিধ নির্দেশনা ছিল। বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনের পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি সাইট।
কে বা কারা কী উদ্দেশ্যে হ্যাক করেছে তা জানা সম্ভব হয়নি। এনসিটিবির সাইটটির ঠিকানা www.nctb.gov.bd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন