বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

পিসির গতি বাড়ানোর উপায়

Sahab Uddin:
অনেকেই অভিযোগ করে থাকেন, পিসি কিছুদিন পর অস্বাভাবিক ধীরগতিসম্পন্ন হয়ে যাচ্ছে। কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন করা যায় না। পিসি হ্যাং হয়ে যায় এবং সেই সঙ্গে ধীরগতি তো রয়েছে। এতে করে ব্যবহারকারীর মেজাজ বিগড়ে যায়। তবে হার্ডওয়্যারের সমস্যা—যেমন র্যাম, পাওয়ার ইউনিট, মাদারবোর্ড ইত্যাদিতে কোনো সমস্যা না হলে ব্যবহারকারীর সচেতনতা ও কৌশল প্রয়োগের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা যায় সহজেই। সেক্ষেত্রে আমরা নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি :
স্টার্টআপ প্রোগ্রামে শুরুতেই সময় ক্ষেপণ
কম্পিউটার ওপেন করে দ্রুত জরুরি কাজ সারবেন। এ
মন সময় দেখলেন কম্পিউটার স্টার্ট হওয়ার পর অনেক সময় নিচ্ছে। সাধারণত কম্পিউটার চালু করার সঙ্গে যেসব প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চলে আসে তাতে করে শুরুতেই কিছু সময় লাগে বটে। যদি অনেক প্রোগ্রাম স্টার্টআপের সময় আসে সেক্ষেত্রে মনে হওয়া স্বাভাবিক কম্পিউটারটি যথেষ্ট ধীরগতিসম্পন্ন। এজন্য একান্ত প্রয়োজনীয় ছাড়া অন্য কোনো প্রোগ্রাম স্টার্টআপের সময় চলতে না দেয়া বুদ্ধিমানের। এক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিজেবল করে রাখা ভালো। এজন্য কী করবেন? নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন।
০১. স্টার্ট মেনু থেকে জঁহ-এ ক্লিক করে সংপড়হভরম লিখে এন্টার চাপুন।
০২. একটি উইন্ডো চলে আসে। এখানে Startup ট্যাব নির্বাচন করুন।
০৩. যেসব প্রোগ্রাম শুরুতেই আসার প্রয়োজন নেই, সেগুলো টিকচিহ্ন উঠিয়ে দিন এবং ঙক চাপুন।
০৪. এবার কম্পিউটারটি রিস্টার্ট দিন। কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর System Configuration Utility একটি উইন্ডো চলে আসে। এই অপশন নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন।
ফলে অতিরিক্ত সময় ক্ষেপণ আর হবে না।

নতুন নতুন সফট্ওয়্যার ইনস্টলে সচেতনতা
কিছু ব্যবহারকারী রয়েছে যারা নতুন নতুন সফট্ওয়্যারের সন্ধান পেলে উল্লসিত হয়ে কিছু না বুঝে ওঠার আগেই ইনস্টল করা শুরু করেন। এতে অনেক সময় হিতে বিপরীত ঘটে যেতে পারে। বেশিরভাগ ফ্রি সফট্ওয়্যারে স্পাইওয়্যার, ভাইরাস লুকায়িত থাকে। ইনস্টল করার সঙ্গে সঙ্গে এসব অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম কম্পিউটারের অভ্যন্তরে কাজ শুরু করে দেয়। তাছাড়া যত বেশি সফট্ওয়্যার ইনস্টল করবেন ততই কম্পিউটার ধীরগতিসম্পন্ন হবে, হার্ডডিস্কের সিস্টেম ড্রাইভে বেশি লোড হতে থাকার কারণে এবং রেজিস্ট্রিতে বাড়তি চাপ আসার ফলে। এক্ষেত্রে সমাধান সম্ভব কেবল অপ্রয়োজনীয় প্রোগ্রাম আন-ইনস্টল করার মাধ্যমে। কন্ট্রোল প্যানেল থেকে এ কার্যক্রম শুরু করুন।
ভাইরাস থেকে সাবধান
যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম বা ভাইরাস থেকে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে হলে একটি ভালো এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা উচিত। এক্ষেত্রে লাইসেন্স করা এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করাই শ্রেয়। তবে এটি সম্ভব না হলে একটি ভালো এন্টিভাইরাস প্রোগ্রামের ফ্রি সংস্করণ ব্যবহার করা যেতে পারে।
টেম্পরারি ফাইল, কুকি এবং রেজিস্ট্রি পরিষ্কার রাখা
কম্পিউটারে কাজ করতে থাকলে এবং সেই সঙ্গে সফট্ওয়্যার ইনস্টল ও আন-ইনস্টল করার সময় স্বয়ংক্রিয়ভাবে টেম্পরারি ফাইল তৈরি হতে থাকে। এর ফলে কম্পিউটারটি ধীরগতিসম্পন্ন হয়। এই টেম্পরারি ফাইল মুছে ফেলতে কী করতে হবে? এজন্য যা করতে হবে তা নিম্নরূপ :
০১. স্টার্ট মেনু থেকে জঁহ-এ ক্লিক করে %temp% লিখে এন্টার চাপুন।
০২. এবার সব ফাইল নির্বাচন করে মুছে ফেলুন।
ব্রাউজ করার সময় কম্পিউটারে কুকি ফাইল জমা হতে থাকে। এর অধিকাংশ ফাইল অপ্রয়োজনীয়। এই ফাইলগুলো কম্পিউটারকে ধীরগতিসম্পন্ন করে। এই কুকিগুলো মুছে ফেলতে ব্রাউজার থেকে টুলসে ক্লিক করুন। এরপর অপশন ক্লিক করুন এবং তারপর প্রাইভেসি ট্যাব নির্বাচন করুন। এবার Clear Private Data Now তে ক্লিক করলে কুকিগুলো মুছে যায়। অবশ্য এক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজার প্রোগ্রাম ব্যবহার করা যুক্তিসঙ্গত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন