শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ফেসবুকের মাধ্যমে অর্থ আদান-প্রদানে ‘সেন্ড মানি’

 Sahab Uddin:
ফেসবুকের মাধ্যমে অর্থ আদান-প্রদানের জন্য নতুন একটি অ্যাপ্লিকশন চালু করছে অনলাইনে অর্থ লেন-দেন সেবাদানকারী প্রতিষ্ঠান পে-পাল। অ্যাপ্লিকেশনটির নাম দিয়েছে ‘সেন্ড মানি’। নতুন এ অ্যাপ্লিকেশন ব্যাবহার করে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকের মাধ্যমেই এক বন্ধু অপর ব্ন্ধুকে নগদ টাকা পাঠাতে পারবে। জন্মদিন কিংবা বিশেষ দিনে পাঠাতে পারবে পছন্দের উপহার।

পে-পাল’র বিপনন ব্যাবস্থাপক জেবি কাটিনহো-এর এ ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। ব্লগপোস্টে তিনি লিখেছেন, “ফেসবুক ব্যবহার করে বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠতে নতুন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে পে-পাল। বন্ধুত্বের সম্পর্ক আরও নিবিড় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে ভার্চুয়াল বাঁধনের সম্পর্ক হবে আরও উপভোগ্য, আরো প্রাণবন্ত এবং নির্ঝঞ্ঝাটময়।”     
ব্লগপোস্টটিতে তিনি আরো লিখেছেন, “ফেসবুকে যাদের ওয়াল পোস্টে যথার্থই উপহার পাঠানো হবে কেবল তারাই সেন্ড মানি অ্যাপ্লিকেশন ব্যবহার করে এ সেবা গ্রহণ করতে পারবে। পে-পাল’র মাধ্যমে আর্থিক লেনদেন বা গিফট পাঠানো যাবে। ই-শপ থেকে ক্রয় করেও ফেসবুক ব্যবহারকারীরা এর মাধ্যমে ডিজিটাল গ্রিটিং কার্ড, ভিডিও কিংবা ছবিও আদান-প্রদান করতে পারবে।”
তবে এক্ষেত্রে ব্যাংক বা অনলাইন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ই-বে অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন কাজ চালানো হলেও যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের কোনো চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন পে-পাল’র বিপনন ব্যবস্থাপক জেবি কাটিনহো।
তিনি বলেন, “যেখানেই বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধন রয়েছে সেখানেই পৌঁছাতে চায় পে-পাল। আমরা চাই বন্ধনের আনন্দকে আরও বাঙময় করতে।” 
ইন্টারনেট টেলিফোনি সেবা ব্যবহারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভিডিও কল সুবিধা দিতে স্ক্যাইপে যখন তাদের কারগরি উন্নয়নের ঘোষণা দিলো ঠিক একই দিন এমন বিশেষ সেবা চালুর তথ্য প্রকাশ বিশ্বজুড়ে ফেসবুকের প্রায় ৮০০ মিলিয়ন ব্যবহারকারীদের মধ্যে নতুন উদ্যোমের সৃষ্টি করলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন