বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

অ্যাপল’র অ-নির্বাহী চেয়ারম্যান লেভিনসন

Sahab Uddin
দীর্ঘ দশ বছর বোর্ড সদস্য থাকার পর অ্যপল’র অ-নির্বাহী চেয়ারম্যান পদে আসীন হলেন আর্থার লেভিনসন। আর নতুন করে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ওয়াল্ট ডিজনি’র প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী রবার্ট ইগার।  বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে বুধবার ইউএস টুডে এ তথ্য প্রকাশ করে।
মঙ্গলবার অ্যাপল’র প্রধান নির্বাহী টিম কুক প্রতিষ্ঠানটির নতুন এ পদায়ন বিন্যাসের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, “লেভিনসন বোর্ডে যোগ দেবার পর থেকে কোম্পানির উন্নয়নের পেছনে ‘দারূণ অবদান’ রেখেছেন।
‘তার অন্তর্দৃষ্টি এবং নেতৃত্ব অ্যাপল’র জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে আমাদের কর্মী এবং অংশীদারদের জন্যও তার পরামর্শ ও নির্দেশনা এখন সময়ের দাবি। এদিকে  অ-নির্বাহী চেয়ারম্যান নিয়োগ পাবার পর এক প্রেসবিজ্ঞপ্তিতে লেভিনসন (৬১) উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এমন একটি দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। কেননা অ্যাপল সবসময়ই সৃষ্টিশীল ও স্বপ্নবাজ মানুষকেই শীর্ষ পদে নিয়োগ দেয়। সে দিক দিয়ে আমাকে নির্বাচন করায় আমার দায়িত্বটা আরো বেড়ে গেলো। আসলে আমি খুবই গর্বিত।” প্রসঙ্গত, গত মাসে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের অকাল-প্রয়াণে উন্মুক্ত হয়ে পড়ে অ-নির্বাহী চেয়ারম্যান পদটি। এর পর থেকে অ্যাপল মঙ্গলবার এ পদটির জন্য দীর্ঘ সময়ের বোর্ড সদস্য স্টিভেন আর্থার লেভিনসনের নাম ঘোষণা করে। স্টিভেন ২০০০ সালে অ্যাপলের বোর্ডে যোগ দেন এবং ২০০৫ সাল থেকে সহ-প্রধান পরিচালক হিসাবে অ্যাপল ইনকর্পোরেটেডের বোর্ডে অবস্থান করছেন।
১৯৫০ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন আর্থার ডি লেভিনসন। শিক্ষাজীবনে ১৯৭২ সালে আণবিক জীববিজ্ঞান বিষয়ে বিএস, জৈবরাসায়নিক বিজ্ঞান বিষয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন