বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

গুগল ইন্টারনেট বাস কলকাতায়

Sahab Uddin:
ভারতের সাধারণ মানুষকে ইন্টারনেট সম্পর্কে অবহিত করার জন্য ২০০৯ সাল থেকে গুগল ভারতে চালু করেছে ‘ইন্টারনেট বাস’ প্রকল্প। দেশের বিভিন্ন স্থান ঘুরে সেটা এখন পৌঁছাচ্ছে কলকাতায়। কলকাতায় আসার আগে কর্নাটক ও তামিলনাড়ুসহ ভারতের ১১টি রাজ্য ঘুরে এসেছে। আগামী ২ ডিসেম্বর থেকে এই বাস কলকাতার আশপাশের স্থানগুলোতে প্রদর্শনী করে বেড়াবে বলে জানা গেছে।
গুগল ইন্ডিয়া এই ইন্টারনেট বাস প্রকল্পটি চালু করেছে। গুগল ইন্ডিয়ার ডিরেক্টর বলেছেন, তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে ইন্টারনেট সম্পর্কে শিক্ষিত করে তোলার চেষ্টা করছেন এবং সে কারণে তারা বেশি ফোকাস করছে একদম নতুন ব্যবহারকারীদের দিকে। বিভিন্ন পাবলিক এলাকা, স্কুল, খেলার মাঠ ইত্যাদি স্থানে তারা প্রদর্শনী করবেন।
এ বাসগুলোর ভেতর রয়েছে কম্পিউটার এবং মোবাইল টার্মিনাল—যাদের সঙ্গে যুক্ত রয়েছে ইন্টারনেট। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে এ বাসের ভেতর দেয়া হচ্ছে ইন্টারনেট সুবিধা। তবে এ বাসগুলো বেশি কভার করছে স্কুলগুলোকে। যেসব এলাকায় সাধারণত কেউ কোনো সেবা নিয়ে যায় না, সেসব এলাকার মানুষকে বর্তমান পৃথিবীর প্রযুক্তি সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করছে এ বাস প্রকল্প।
অল্পবয়সী ছেলেমেয়েরা অধীর আগ্রহ নিয়ে প্রযুক্তির এই দিকটা উপভোগ করছে। এরাই এক সময় ধীরে ধীরে প্রযুক্তির সাধারণ ব্যবহারগুলো শিখে ফেলবে।
বাংলাদেশেও রয়েছে প্রচুর ন্যাশনাল-মাল্টিন্যাশনাল কোম্পানি। এছাড়া মোবাইল ফোন কোম্পানিগুলো তো রয়েছেই। প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার এ ধরনের উদ্যোগ বাংলাদেশেও কি নেয়া যেতে পারে না? এজন্য দরকার শুধু উদ্যোগের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন