রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

স্টিভ জবসই সেরা

Sahab Uddin:
চলতি বছরের সম্ভবত ‘টাইমস’ ম্যাগাজিনের ‘সেরা ব্যক্তিত্ব’ হতে যাচ্ছেন আইগড খ্যাত অ্যাপল স্রষ্ঠা স্টিভ জবস। ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন কিংবা মুয়াম্মার গাদ্দাফি’কে ছাড়িয়ে তিনি সবার শীর্ষে আছেন।
সম্ভাব্য র্বষসেরা ব্যক্তির কাতারে অন্যান্যের মধ্যে আরো আছেন ডাচেস অফ ক্যামব্রিজ কেট উইলিয়ামসও। অবস্থান ততটা জোরদার না হলেও তালিকায় রয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক মাইকেল পলিন, ইউএস সিনেট ক্যান্ডিডেট এলিজাবেথ ওয়ারেন এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অভ্যুত্থানের নায়ক তিউনিশিয়ার ফল ব্যবসায়ী মাহাম্মদ বওয়াজিজ। 
এনবিসি টিভি’র ‘নাইটলি নিউজ’ অ্যাঙ্কর ব্রেইন উইলিয়ামস সেরাদের এই তালিকার ঘোষণা করেন। এসময় তিনি বলেন, “জবস কেবল বিশ্বকেই বদলে দেননি। একইসঙ্গে তিনি অসম্ভবকে সম্ভব করার যে প্রচেষ্টা তা-ও আমাদের মধ্যে নতুন করে বিকশিত করেছেন। আমাদের প্রণোদিত করেছেন।” 
এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক গবষণা প্রতিষ্ঠান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর’র পক্ষে পরিচালিত এক সমীক্ষায়ও বছরের সর্বাধিক আলোচিত ও ক্যারিশমেটিক ব্যক্তি হিসেবে স্টিভ জবসই যোগ্য বলে ঘোষণা দেয়া হয়েছে। 
প্রতিষ্ঠানটির সভাপতি পল জেজ জানন, উইলিয়াম-কেটের বিয়ে কিংবা মধ্যপ্রচ্যের অস্থিরতা ও আরব বসন্ত নিয়ে তৈরি রাজনৈতিক সমীকরণ ছাপিয়ে প্রযুক্তি দুনিয়ার অনন্য ব্যক্তিত্ব স্টিভ জবসই হচ্ছেন চলতি বছরের বর্ষসেরা ব্যক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন