সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

আজ থেকে শুরু হচ্ছে ই-সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম

 Sahab Uddin:
\জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ থেকে যাত্রা শুরু করছে ই-সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম। যশোরকে মডেল ধরে শুরু হওয়া এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্যায়ক্রমে দেশব্যাপী এ সেবা চালু করা হবে। 
যশোর জেলা প্রশাসন সূত্রে প্রকাশ, আজ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকেন্দ্র শাপলা থেকে শেখ হাসিনা যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে কথা বলে ই-সেবাকেন্দ্রের উদ্বোধন করবেন।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ‘‘আমরা ঘটা করে যশোরবাসীকে সঙ্গে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করব। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।’’
এসময় তথ্য-প্রযুক্তির ওপর নির্মিত ফখরে আলমের ‘নতুন সূর্য নতুন ভোর ডিজিটাল যশোর’ নামের একটি প্রামাণ্যচিত্র জেলার প্রতিটি ই-সেবাকেন্দ্রে দেখানো হবে বলে তিনি জানান।
তিনি বলেন, “আগে যেখানে জমির পরচা তুলতে সময় লাগত ১৮ দিন সেখানে প্রথম ই-সেবাকেন্দ্র থেকে মাত্র দুই দিন সময়ে পরচা তোলা যাবে।”
এক প্রশ্নের জবাব মোস্তাফিজুর রহমান আরো বলেন, “আমরা স্থানীয় দু’জন বেকার শিক্ষিত যুবককে প্রশিক্ষণ দিয়ে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ই-সেবাকেন্দ্র চালু করেছি।”
এসব কেন্দ্র থেকে জীবন বীমার পলিসিও খোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে গ্রামে বসেই ৩২ জন পলিসি খুলেছেন।’
 এসময় দেশের ইতিহাসে প্রথম বারের মতো ব্র্যাক ব্যাংকের সহায়তায় ইউনিয়ন ই-সেবাকেন্দ্রে ই-ব্যাংকিং চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ই-সেবাকেন্দ্রে এসে যে কেউ ১৫ হাজার টাকা জমা দিয়ে হিসাব খুলতে পারবেন। একইসাথ ১৫ হাজার টাকা পর্যমত্ম দেশের সব ব্র্যাক ব্যাংকের শাখায় লেনদেন করতে পারবেন। গ্রাম থেকে ঢাকায় অধ্যয়নরত সমত্মানের কাছে এসএমএসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।
খুব শিগগির ভার্চুুয়াল শপ চালু করা হবে জানিয়ে মোসত্মাফিজুর রহমান বলেন, এর মাধ্যমে যশোরের নকশি কাঁথা, ফুল, সবজি, মাছসহ অন্যান্য পণ্য ওয়েবের মাধ্যমে ক্রেতার কাছে কুরিয়ারে পৌঁছে দেওয়া হবে। আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওই পণ্যের মূল্য পরিশোধ করা হবে।
আর এ উদ্যোগ বাসত্মবায়নের প্রথম পদÿÿপ হিসেবে এরই মধ্যে অভয়নগর ও মণিরামপুর উপজেলার ই-সেবাকেন্দ্রে এডিএসএলের সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে যশোরের জেলাপ্রশাসক।
তিনি বলেন, এখন প্রতি মঙ্গলবার ওই দুই উপজেলার সেবা গ্রহীতাদের সঙ্গে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছি। এরই মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসনের সঙ্গে দুটি সভাও করেছি। এর পাশাপাশি আমরা কাগজপত্র ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে নোটিশ প্রদান করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন