মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

ভারতে ইয়াহু’র ফ্রি ভিডিও সার্ভিস

Sahab Uddin:
ভারতে বিনামূল্যে ভিডিও সার্ভিস সেবা চালু করেছে টেক জায়ান্ট ইয়াহু। নতুন এ সেবার মাধ্যমে বাড়তি কোনো পেমেন্ট ছাড়াই খবর, বিনোদন, লাইফস্টাইল, চলচ্চিত্রসহ নানা শ্রেণীর ভিডিও দেখার সুযোগ পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
ভিডিওগুলোর মূল উৎস থেকেই এসব ভিডিও দেখানো হবে বলে জানিয়েছেন ভারতে ইয়াহুর ব্যবস্থাপনা পরিচালক অরুণ তাড়াং কি।

জানা গেছে, ভিডিও কনটেন্টগুলোর জন্য এনডিটিভি, স্টার টিভি নেটওয়ার্ক, সিমারু, হেডলাইনস টুডে ও পিভিআর পিকচারসহ প্রাথমিকভাবে ৩৫টি কনটেন্ট প্রোভাইডারের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে ইয়াহুর।
এ  বিষয়ে অরুণ তাড়াং কি বলেন, “অনলাইনে ভিডিও দেখা এখন অত্যন্ত জনপ্রিয় এবং ক্রমবর্ধমান প্রবণতা। কিন্তু এ ধরনের সেবার ক্ষেত্রে যে ধরনের ভিডিওগুলো আপলোড করা থাকে এর অধিকাংশই ব্যক্তিগত উদ্যোগে রিপ করা এবং বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে সংগ্রহ করা। আমরা এ পাইরেসির বিরুদ্ধে মূল উৎস থেকে ভিডিও কনটেন্টগুলো সবার জন্য হাজির করতে চাই।
প্রসঙ্গত, কমস্কোরের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রতিমাসে কমপক্ষে ৩০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে ভিডিও দেখের এবং তারা গড়ে প্রতিমাসে ৫৮টি ভিডিও দেখে থাকেন। এই বিপুল পরিমাণ মানুষের জন্যই ইয়াহু বিনামূল্যে ভিডিও সার্ভিস সেবা চালুর সিদ্ধান্ত নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন