মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

মহাকাশেই ফলবে মিষ্টি আলু

Sahab Uddin:
এবার মহাকাশেই হবে মিষ্টি আলুর চাষ। অভিনব এই আবিষ্কার করে ফেলল আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়। মহাকাশচারীদের জন্য সুখবর নিয়ে আসা এক অভিনব পন্থা বের করল তারা। মিষ্টি আলু বেড়ে ওঠার এমন এক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যাতে মহাকাশেও এই ফসলটা নিজে থেকেই বেড়ে উঠতে পারবে। যার অর্থ হলো, এবার থেকে মহাকাশচারীরা ইচ্ছা করলেই তাজা মিষ্টি আলু মহাকাশে বসেই খেতে পারবেন।
কিন্তু কী করে সম্ভব হলো এই আবিষ্কার? পারডু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এটা দীর্ঘদিনের গবেষণার ফসল। মিষ্টি আলু এমন এক ধরনের উদ্ভিদ যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে আক্রমণকারী উদ্ভিদ। একে মহাকাশে বাড়ানোর কাজটা মোটেই সহজ ছিল না। কারণ এদের শাখা-প্রশাখা বেশ লম্বা হয়।

মহাকাশে যদিও স্বাভাবিকভাবেই প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে সীমিত জায়গার মধ্যে এদের বাঁচিয়ে রাখাটা বেশ চ্যালেঞ্জের কাজ ছিল। কিন্তু সেই কাজটা দীর্ঘ অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশে গেলে এবার মিষ্টি আলুর লোভনীয় স্বাদ নেয়া যাবে এই অধ্যবসায় আর পরিশ্রমের জেরেই। এখন অপেক্ষা এই গবেষণার ফল কতদিনে তার বাস্তব রূপ পাবে। সূত্র: ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন