Sahab Uddin:
ভারতে এবার মাত্র এক হাজার ৯৯৯ রুপি দামের ল্যাপটপ কম্পিউটার আসছে। এই মিনি ল্যাপটপ বাজারে নিয়ে আসছে ভারতের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিমোকো। সিমোকোর প্রধান সঞ্জয় ঘোষ বলেছেন, গ্রামের যুবসমাজের জন্য তথ্যপ্রযুক্তির দরজা খুলে দিতেই তাঁদের এই প্রয়াস। সিমোকো সব সময়ই স্বল্পমূল্যের ইলেকট্রনিকস যন্ত্রপাতি বাজারে আনছে। এই মিনি কম্পিউটারে ইন্টারনেট, গান শোনা ও ছবি দেখার সুবিধাও থাকছে। এটির সঙ্গে বিনা মূল্যে বিএসএনএলের ব্রডব্যান্ড সংযোগও থাকছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন