শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

প্রিন্টারের কালি বাঁচান

শাহাব উদ্দিন
প্রিন্ট করার সময় চাইলে কম্পিউটার প্রিন্টারের কালি বাঁচানো যায়। প্রিন্টারের কালিসাশ্রয় করার দুটি কৌশলআপনি প্রয়োগ করতে পারেন।
সাদাকালো ও গ্রেস্কেল মোড
প্রিন্টারে যদি সাদাকালো এবং রঙিন দুই ধরনের কার্ট্রিজই ব্যবহার করা হয়, তাহলে লেখার ফাইল প্রিন্ট করার সময় এটি Black & White/Grayscale মোড নির্ধারণ করে নিন। করে রাখুন। কিছু কিছু রঙিন কার্ট্রিজ আছে যেগুলো কালো রঙে ছাপার সময়ও বিভিন্ন রঙিন কালিকে একসঙ্গে মিশিয়ে কালো রং তৈরি করে। কাজেই প্রিন্টার সেটিংকে Black & White-এ রাখলে রঙিন কার্ট্রিজের ব্যবহার ন্যূনতম একটি মাত্রায় সীমিত থাকবে।
রঙিন কার্ট্রিজের দাম সাদাকালোর চেয়ে বেশি। প্রিন্টারকে সাদাকালো মোডে সেট করতে চাইলে Printing Preferences-এ গিয়ে Black & White/Print to Grayscale নির্বাচন করে OK করুন। রঙিন ফাইলছাপার জন্য Color নির্বাচন করুন।
শেষ বিন্দু পর্যন্ত কালি খরচ করুন
কার্ট্রিজের কালি শেষ হয়ে গেলে প্রিন্টার একটা বার্তা দেবে কার্ট্রিজ বদলের জন্য।এটি দেখেই কার্ট্রিজ কেনার জন্য দোকানে দৌড়ে না গিয়ে আগে ছোট একটা কৌশল প্রয়োগ করে দেখতে পারেন। কার্ট্রিজটা প্রিন্টার থেকে বের করে নিন, এটিকে হালকাভাবে এদিক-সেদিক দোলান এবং আবার প্রিন্টারে ঢুকিয়ে দিন।ফলে কার্ট্রিজে সামান্য যে কালি থাকবে সেটি সমানভাবে ছড়িয়ে পড়বে এবং এরপর এটি পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে আপনি আরও কয়েক পৃষ্ঠা প্রিন্ট করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন