মো: শাহাব উদ্দীনইয়াহু, ফেইসবুক ও জি-মেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকেই ৭০ শতাংশ স্প্যাম আক্রমণ করা হয় বলে জানিয়েছে নিরাপত্তাপ্রতিষ্ঠান সাইবাররম। প্রতিষ্ঠানটির ইন্টারনেট থ্রেটস ট্রেন্ড প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সাইবাররমের প্রতিবেদন অনুযায়ী এ বছর সারা বিশ্বে ইয়াহু অ্যাকাউন্ট থেকে ২৭ শতাংশ, ফেইসবুক থেকে ২৩ শতাংশ এবং জি-মেইল থেকে ১৯ শতাংশ স্প্যাম অন্যের কম্পিউটারে ছড়িয়েছে। জানা গেছে, বর্তমানে স্প্যামাররা নতুন কৌশলে স্প্যাম আক্রমণ করতেই বেছে নিয়েছে ইয়াহু, ফেইসবুক ও জি-মেইল ব্যবহারকারীদের। এ জন্য স্প্যামাররা প্রথমে বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের ই-মেইল ও সামাজিক যোগাযোগ সাইট অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহ করে ব্যবহারকারীদের অজান্তেই স্প্যাম ছড়াতে শুরু করে। আর এ ক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্ক ও বিভিন্ন লিংকে প্রবেশ করার মাধ্যমে স্প্যামারদের লক্ষ্যে পরিণত হয় ইয়াহু, ফেইসবুক ও জি-মেইল ব্যবহারকারীরা।
এ প্রসঙ্গে সাইবাররম পণ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন সহসভাপতি অভিলাষ সাওয়ান বলেন, 'স্প্যামারদের লক্ষ্য পরিবর্তনের প্রধান হাতিয়ার হচ্ছে বিশ্বাস। আমাদের অনেকেই পরিচিত বন্ধুদের অ্যাকাউন্ট থেকে আসা বিভিন্ন লিংকে ক্লিক করে ম্যালওয়ার আক্রমণের শিকার হয়ে থাকে। এসব আক্রমণ থেকে পরিত্রাণ পেতে পাসওয়ার্ড ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারকারীদের সুনির্দিষ্ট ধারণা এবং পাবলিক ডমেইন ব্যবহারে আরো বেশি সচেতন হতে হবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন