বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের অনুমোদন

মো: শাহাব উদ্দীন
দেশে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের জন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডকে অনুমতি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার এ অনুমতি দেয়া হয়েছে বলে সরকারি মালিকানধীন কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানিয়েছেন। তিনি বলেছেন, এখন তাদের কাজ হবে এটি স্থাপনের জন্য ফান্ড ব্যবস্থা করা।

বর্তমানে দেশের একমাত্র সাবমেরিন ক্যাবলটির দায়িত্বে রয়েছে সাবমেরিন কোম্পানি। সিম-ইউ-ফোর এখন বাংলাদেশের একমাত্র সাবমেরিন ক্যাবল কোম্পানিটি পরিচালনা করছে। এখন যেটি স্থাপন করা হচ্ছে তা হবে সিম-ইউ-ফাইভ। 
মনোয়ার হোসেন বলেছেন, এখন সাধারণত একমাত্র সাবমেরিন ক্যাবলটি কাটা পড়ে গেলে টেলি ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। নতুন  ক্যাবলটি স্থাপন করা হলে এ ধরনের সঙ্কট দূর হওয়ার পাশাপাশি উচ্চগতির ইন্টারনেট ও ভয়েস সেবা দেয়া সহজ হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন