শাহাব উদ্দীন
সার্চ ইঞ্জিন হিসেবে সবচেয়ে বেশি যে ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুগল। ইন্টারনেট ব্যাবহার করে অথচ গুগল সম্পর্কে জানে না বিশ্বে এমন লোক খুজে পাওয়া সম্ভব নয়।
আমরা সাধারনত গুগলকে শুধু তথ্য খোজার কাজে ব্যবহার করে থাকি তথ্য খোজা ছাড়াও গুগল ইঞ্জিন কে বেশ কিছু প্রয়োজনীয় কাজে ব্যাবহার করা যার। আজ গুগল সার্চ ইঞ্জিনের ব্যাতিক্রম কিছু ব্যাবহার সম্পর্কে আলোচনা করব।
গুগলকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করুন
গুগলের সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যাবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিন্হগুলো ব্যাবহারে করুন (“+,-,/.*”) আপনার প্রযোজনীয় হিসাবের শেষে সমান (=) চিন্হটি লিখুন।আমরা সাধারনত গুগলকে শুধু তথ্য খোজার কাজে ব্যবহার করে থাকি তথ্য খোজা ছাড়াও গুগল ইঞ্জিন কে বেশ কিছু প্রয়োজনীয় কাজে ব্যাবহার করা যার। আজ গুগল সার্চ ইঞ্জিনের ব্যাতিক্রম কিছু ব্যাবহার সম্পর্কে আলোচনা করব।
গুগলকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করুন
সার্চ বারে যেভাবে লিখবেন: সংখ্যা (চিন্হ”+,-,/.*”) সংখ্যা = । যেমন- ৮+৯=
গুগলকে অভিধান হিসেবে ব্যবহার করুন
গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য প্রয়োজনীয় শব্দের পূর্বে “define:” শব্দটি লিখুন।
সার্চ বারে যেভাবে লিখবেন: define: । যেমন define: philosophy
গুগলকে সমার্থক শব্দ খোজার ক্ষেত্রে ব্যবহার করুন
আপনি যদি কোন শব্দের প্রতিশব্দের জানতে চান, তবে শব্দটির পূর্বে টিল্ড চিহ্ন (~) লিখুন।
সার্চ বারে যেভাবে লিখবেন: ~ । যেমন ~fast food
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন