বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

১৫০০ কোটির রূপির বাজি

মো: শাহাব উদ্দীন
নতুন বছর আসছে। হিসাব মেলাতে ব্যস্ত সবাই। তবে শুধু অতীতের হিসাবই না, ভবিষ্যতের লাভ আর লগ্নির হিসাব নিয়ে বসে পড়েছে বলিউড বিশ্লেষকরা। এ পর্যন্ত তারা হিসাব করে দেখেছেন, ২০১২ সালে ১১ তারকার ওপর লগ্নি করা হয়েছে ১৫০০ কোটি রূপি। এদের মধ্যে সবচেয়ে বেশি রূপির ভার যার মাথায় তিনি হলেন এ বছর নিরব থাকা ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। এছাড়ার আমির, শাহরুখ, সালমান আর ঋত্বিকের ওপরও নির্দ্বিধায় লাগানো হয়েছে কোটি কোটি রূপি। আর বলিউড নাযিকাদের মধ্যে এগিয়ে আছেন দীপিকা পাদুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউড বক্সঅফিসের তথ্য মতে, আসছে বছর অক্ষয় কুমারের পাঁচটি ছবি মুক্তি পাবে। এগুলো হলো হাউজফুল ২, রাউডি রাথোড়,ভিলাড়ি ৭৮৬, জোকার এবং ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২। এইসবগুলোতে মোট লগ্নির পরিমাণ ৪০০ কোটি রূপি। অক্ষয় ম্যাজিক যদি কোনোভাবে চলে যায়, তাহলে এই ৪০০ কোটি দ্বিগুণ হতে খুব বেশি কষ্ট হবে না।
অন্যদিকে ১০০ কোটি রূপি করে খাটানো হয়েছে ঋত্বিক, শাহরুখ আর আমিরের পেছনে। আসছে বছর ঋত্বিকের অগ্নিপথ, শাহরুখের যশ চোপড়ার নতুন ছবি আর আমিরের তালাশ এখন থেকেই অনেকেই কৌতুহলের মূল বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
অন্যদিকে প্রিয়াঙ্কা আর দীপিকার ওপর বিনিয়োগ করা হযেছে ২০০ কোটি রুপি করে। নায়িকাদের মধ্যে আরো যাদের ওপর আশায় বুক বেঁধে রয়েছে প্রযোজকরা তারা হলেন কারিনা কাপুর এবং বিদ্যা বালান। এখন দেখা কে কতখানি প্রত্যাশা পূরণ করতে পারে আগামী বছর, আসলেই ১৫০০ কোটি রুপি তারা বাজার থেকে আদৌ তুলতে পারেন কিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন