সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

বলিউডে ২০১১ সালের ৫ রেকর্ড ব্রেক

 শাহাব উদ্দীন
সিনেমা প্রেমি দর্শকদের জন্য ২০১১ সাল আনন্দেই কেটেছে। বলিউড ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এ বছর এমন কিছু ছবি এসেছে যা দর্শকদের দিয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। একই ধরনের ছবি দেখতে দেখেতে সবাই যখন ত্যাক্ত-বিরক্ত, চলতি বছরে এমন কিছু ছবি রিলিজ পায় যা দর্শকদের একঘেয়েমি দূর করে দেয়। বলিউডের ছবিতে এবার অনেকেই নতুন করে প্রাণ খুঁজে পেয়েছেন। বেশ কিছু ছবিই এবার বক্স অফিসে তৈরি করেছে নতুন  রেকর্ড।
বলিউডে আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত ৫টি ছবি। রেকর্ড ব্রেক করা এ বছরের সেরা ৫টি ছবির প্রতি চলুন চোখ রাখি।

বডিগার্ড : প্রাণবন্ত উপস্থাপন ও অসাধরণ অ্যাকশন/ENTER
চলতি বছর রেকর্ড ব্রেক করা ছবিগুলোর মধ্যে সেরা তালিকায় প্রথম জায়গাটি দখলে নিয়েছে  সালমান খানের ছবি ‘বডিগার্ড’ । প্রাণবন্ত উপস্থাপনা ও অসাধারণ অ্যাকশনের মাধ্যমে সালমান চেষ্টা করেছেন ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ তৈরি করতে। চলতি বছর রমজানের ঈদ সামনে রেখে ৩১ আগস্ট ভারতের ৭০টি শহরে একযোগে  ২২৫০ টি হলে ছবিটি মুক্তি পায়। মাত্র এক সপ্তাহে ‘বডিগার্ড’ ১১০ কোটি রূপি ব্যবসা করে। বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি সর্বোচ্চ লাভজনক ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে।  ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে ১০ মিলিয়ন রূপি ব্যবসা করে ছবিটি। সিদ্দিকের পরিচালনায় ও অতুল অগ্নিহোত্রীর প্রযোজনায় রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবির মূল চরিত্রে অভিনয় করেন সালমান খান ও কারিনা কাপুর। অভিনয়ে আরও ছিলেন রাজ বাব্বর, মহেশ মানজেরকার, হাজেল কিচ ও অনেকে।
images
রেডি : প্রিতমের অসাধারণ মিউজিক
২০১১-এর সেরা ছবির তালিকার দ্বিতীয় স্থানেও আছেন সালমান খান। সালমান অভিনীত ‘রেডি’ ছবিটিও এবার বক্স অফিসে রেকর্ড ব্রেক করে। বলিউডের সর্বকালের ব্লক-ব্লাস্টার হিট খাতায় এটি উঠে আসে। আনিস বাজমি পরিচালনায় বলিউডে ‘রেডি’ ছবিটি মুক্তি পায় ৩ জুন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত  তামিল ছবির ‘রেডি’-এর রিমেক এ ছবিটি। প্রিতমের অসাধারণ মিউজিকে জনপ্রিয়তা পায় ছবিটির গানগুলো। ছবিটি বক্স অফিসে  ১২০ কোটি রূপি ব্যবসা করতে সক্ষম হয়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চতুর্থ লাভজনক ফিল্ম হিসেবে জায়গা করে নেয় ‘রেডি’। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রেকর্ডে দেখা যায় ছবিটি ব্যবসার দিক থেকে বিশ্বের ৭ম অবস্থানে রয়েছে। রোমান্টিক কমেডিধর্মী এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন সালমান ও আসিন। তাদের প্রাণবন্ত অভিনয় দর্শক সাদরে গ্রহণ করে নেন। এতে আরো অভিনয় করেন পরেশ রাওয়াল,আরিয়া বাব্বর, মহেশ মানজেরকার প্রমুখ।
INTER
রা ওয়ান : কিং খানের স্বপ্নের প্রজেক্ট
সাইন্স-ফিকশন সুপার হিরো ভিত্তিক ছবি ‘রা ওয়ান‘ চলতি বছরের রেকর্ড ব্রেকের তালিকায় তৃতীয় অবস্থানে আছে। বলিউড বাদশা শাহরুখ খানের স্বপের প্রজেক্ট ‘রা ওয়ান’। অনুভব সিনহার পরিচালনায় ও গৌরি খানের প্রযোজনায় ছবিটি মুক্তি পেয়েছিলো দিওয়ালি উপলক্ষে। চলতি বছর ২৪ অক্টোবর দুবাই, ২৫ অক্টোবর লন্ডন এবং ২৬ অক্টোবর ভারতসহ সারাবিশ্বে মুক্তি পায় ছবিটি। শাহরুখ খান এ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। সুপারহিরো ‘জি ওয়ান’-এর চরিত্রে শাহরুখ আর নাম ভূমিকায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেন অর্জুন রামপাল। নায়িকা চরিত্রে ছিলেন ছাম্মাক ছাল্লো কারিনা কাপুর। ছবিটি বক্স অফিসে ১১৫ কোটি রূপি ব্যবসা করে। সর্বোচ্চ লাভজনক ফিল্ম হিসেবে ভারতের সিনেমার ইতিহাসে ৫ম স্থানে জায়গা করে নেয় এ ছবিটি। ভারতীয় সিনেমার ২য় বিগ বাজেটের ছবি হলো ’রা ওয়ান‘। ছবিটির প্রচারণায় ব্যয় করা হয় ৫২ কোটি রূপি, এটিও প্রচারণার ক্ষেত্রে বলিউডের সর্বোচ্চ বাজেট।  ৩১০০ টি হলে ৯০৪ টি প্রিন্ট টুডি ও থ্রিডি ভার্সনে বিক্রি করা হয় ‘রা ওয়ান‘ ছবিটি। হিন্দিসহ তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি দেয়া হয়। 
/ENTER
সিঙ্গাম : শক্তিশালি স্ক্রিপ্ট আর হৃদয়স্পর্শী অভিনয়
রেকর্ড ব্রেকের তালিকার চতুর্থ অবস্থানে আছে অজয় দেবগন অভিনীত ছবি ‘সিঙ্গাম’। ছবিটির শক্তিশালি স্ক্রিপ্ট আর হৃদয়স্পর্শী অভিনয় দর্শকদের অনুভূতিতে তোলে আলোড়ন। রোহিত শেট্টির পরিচালনায় অ্যাকশনধর্মী এ ছবিটি চলতি বছর ২২ জুলাই মুক্তি দেওয়া হয়। এর কাহিনীতে সমাজের অপশক্তির বিরুদ্ধে এক তরুণ পুলিশ অফিসারের সোচ্চার তুলে ধরা হয়। এই সাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। নায়িকা হিসেবে তার বিপরীতে অভিনয় করেছেন তামিল নায়িকা কাজল আগারওয়াল। পরিচালক রোহিত শেট্টি ২০১০ সালের মুক্তি পাওয়া তামিল ছবি ‘সিঙ্গাম’-এর রিমেক হিসেবে এটি নির্মাণ করেন। রেলিয়েন্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এ ছবিটি বক্স অফিসে ১৫০ কোটি রূপি ব্যবসা করেছে। অজয় দেবগনের অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘সিঙ্গাম’।
INTER
জিন্দেগি না মিলেগি দোবারা : নির্মল আনন্দের ছবি
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটির নামকরনের মাঝেই লুকিয়ে আছে ছবিটির বিষয়বস্তু। চলতি বছরের রেকর্ড ব্রেক ছবির তালিকায় এটি ৫ম অবস্থানে আছে। প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করতে আগ্রহী ছোটবেলার তিন বন্ধুর ভ্রমন কাহিনী নিয়ে সাজানো হয়েছে ছবিটি। ভয়-দ্বিধা ভুলে জীবনটা মাস্তি করে কাটিয়ে দেওয়ায় এই তিন বন্ধুর লক্ষ। তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন, অভয় দেওল ও ফারহান আক্তার। নির্মল আনন্দের এ ছবিটিতে তাদের সঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। ফারহান আক্তার ও রিতেশ সিদ্ধোয়ানির প্রযোজনায় ও জয়া আক্তারের পরিচালনায় ছবিটি ১৫ জুলাই মুক্তি পায়। ৫৫ কোটি রূপি বাজেটের এ ছবিটি স্পেন, লন্ডন, ইন্ডিয়া ও মরক্কোতে শুটিং করা হয়েছে। ছবিটি বক্স অফিসে ১৫০ কোটি রূপি ব্যবসা করতে সক্ষম হয়। ছবিতে অভিনয়ে আরও আছেন কালকি কচলিন, আরিয়াদনা কেব্রোল,নাছিরউদ্দিন শাহ সহ আরও অনেকে।

শেষের কথা
বক্স অফিসের ব্যবসায়িক রেকর্ডই প্রমান করে একটি ছবি কতোটা দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছে। বলিউড ফিল্ম ইন্ডাষ্ট্রিতে চলতি বছর এমনই সু-বার্তা যোগ করেছে উল্লেখিত ৫টি ছবি। এবার তাকানোর পালা সামনের দিকে। ২০১২ সালে বলিউডে নতুন চমক দেখার প্রত্যাশায় এখন থেকেই উন্মুখ আছেন সারা বিশ্বের অগুনতি দর্শক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন