শাহাব উদ্দীন
ইয়াহু ২০১১ সালের জন্য তাদের বার্ষিক শীর্ষ অনলাইন সার্চ বা অনুসন্ধানের তালিকা প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রে এ বছরের শীর্ষ ইন্টারনেট সার্চ কোন ব্যক্তি বা খবর ছিলো না, বরং এই জায়গার দখলটি ছিলো মুগ্ধকর এক প্রযুক্তির: এ্যাপলের আইফোন। গত ১১ বছর ধরে তালিকা প্রস্তুত করে আসার ভিতরে কেবলমাত্র প্লেস্টেশন ২- ই ছিলো অন্য একটি প্রযুক্তিপণ্য যা শীর্ষ সার্চ হিসেবে আলোচিত ছিলো ২০০১ এবং ২০০২ সালে।
আইফোন প্রায় চার বছর ধরে মার্কেটে থাকলেও এই বছরেই এটিএন্ডএটি ছাড়াও অন্যান্য প্রোভাইডাররা এর সার্ভিস দেওয়ার অনুমতি লাভ করে। একই সাথে আইফোন ৪এস সাদা কালো ভার্সনে রিলিজ হয় যার সাথে সিরি নামে এক কথাবলিয়ে পার্সোনাল এ্যাসিটেন্ট থাকায় ব্যবহারকারীদের আগ্রহ ছিলো প্রচুর এই পণ্যটির প্রতি।
আইফোনের পরের খবরটি ছিলো যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত একটি হত্যা মামলার বিচার এবং এর আসামীর নাম। নিজের ২ বছর বয়সী কন্যা সন্তানকে হত্যা করার অভিযোগে বিচারাধীন এবং পরবর্তীতে নির্দোষ রায় প্রাপ্ত ক্যাসি এ্যান্থোনী ২০১১ সালে সবচেয়ে অনুসন্ধানকারী ব্যক্তি। শীর্ষ খবর হিসেবে ছিলো জাপানী ভুমিকম্পের খবর। যুক্তরাষ্ট্রে এ বছরের শীর্ষ ইন্টারনেট সার্চ কোন ব্যক্তি বা খবর ছিলো না, বরং এই জায়গার দখলটি ছিলো মুগ্ধকর এক প্রযুক্তির: এ্যাপলের আইফোন। গত ১১ বছর ধরে তালিকা প্রস্তুত করে আসার ভিতরে কেবলমাত্র প্লেস্টেশন ২- ই ছিলো অন্য একটি প্রযুক্তিপণ্য যা শীর্ষ সার্চ হিসেবে আলোচিত ছিলো ২০০১ এবং ২০০২ সালে।
আইফোন প্রায় চার বছর ধরে মার্কেটে থাকলেও এই বছরেই এটিএন্ডএটি ছাড়াও অন্যান্য প্রোভাইডাররা এর সার্ভিস দেওয়ার অনুমতি লাভ করে। একই সাথে আইফোন ৪এস সাদা কালো ভার্সনে রিলিজ হয় যার সাথে সিরি নামে এক কথাবলিয়ে পার্সোনাল এ্যাসিটেন্ট থাকায় ব্যবহারকারীদের আগ্রহ ছিলো প্রচুর এই পণ্যটির প্রতি।
২০১১ সালের শীর্ষ দশটি ইয়াহু অনলাইন সার্চ:
১. আইফোন
২. ক্যাসি এ্যান্থোনী
৩. কিম কার্দাসিয়ান
৪. ক্যাটি পেরী
৫. জেনিফার লোপেজ
৬. লিনডসে লোহান
৭. আমেরিকান আইডল
৮. জেনিফার আনিসটন
৯. জাপান ভূমিকম্প
১০. ওসামা বিন লাদেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন