শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

আসছে ইসলামিক ‘ফেসবুক’

শাহাব উদ্দীন
ফেসবুকের আঙ্গিকে মুসলমানদের জন্য আসছে একটি সামাজিক নেটওয়ার্ক সাইট। তুরস্কের একদল মুসলিম ব্যবসায়ী বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, এতে থাকবে সুস্থ ইসলামিক আদর্শ। এতে অংশ নিতে পারবেন যুব সমাজ, ইসলামিক ব্যক্তিত্বরা। এ নেটওয়ার্কের নাম দেয়া হচ্ছে SalamWorld.com। তবে এখনই চালু হচ্ছে না এ সাইট। এর জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। এ উদ্যোগের ভাইস প্রেসিডেন্ট আখমেদ আজিমভ। তিনি বলেছেন,
এই সাইট ব্যবহার করে যুব সমাজ ইসলামের সঠিক মূল্যবোধ চর্চা করতে পারবে। এতে ইসলামগর্হিত কোন কিছুই ঠাঁই দেয়া হবে না। এর মূল অফিস থাকবে ইস্তাম্বুলে। এ ছাড়া অফিস থাকবে মস্কো ও কায়রোতে। সমন্বয়কারী থাকবে ৩০টি দেশ। এর মাধ্যমে ৩ বছরের মধ্যে ৫ কোটি ব্যবহারকারীকে টার্গেট করা হয়েছে। আজিমভ বলেছেন, মুসলিম দেশগুলো থেকে বাছাই করা ১৫০ জন সাংবাদিক এ সাইটকে নিয়ে ইস্তাম্বুলের বিলাসবহুল অফিসে কাজ করবেন। তিনি আরও বলেছেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করা। এ সাইটে থাকবে পরামর্শ বিষয়ক একটি সেবা, সিটি গাইড, মসজিদের অবস্থান এবং হালাল খাদ্যের দোকানের তালিকা। আজিমভ বলেন, আমরা উইকিপিডিয়ার মতো একটি ইসলামিক এনসাইক্লোপিডিয়া বানানোর চেষ্টা করছি। তবে এ প্রকল্পে কে বা কারা অর্থ যোগান দিচ্ছে সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে এটুকু বলেন, বিনিয়োগকারীরা মুসলিম বিশ্বের একদল ব্যবসায়ী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন