শাহাব উদ্দীন
গবেষকরা বলছেন, মানুষের পশ্চাৎদ্দেশ দারুন এক স্বাক্ষর। আর চেয়ার যদি সে স্বাক্ষর চিনতে পারে তবে মন্দ হয়না। সম্প্রতি জাপানের অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ ইন্ডাস্টিয়াল টেকনোলজি-এর গবেষকরা মানুষের পশ্চাৎদ্দেশ শনাক্ত করতে পারে এমনই চেয়ার তৈরি করেছেন। খবর টাইম ম্যাগাজিনের।
গবেষক শিগোমেই কোশিমিজু জানিয়েছেন, মানুষের পশ্চাৎদ্দেশ শনাক্তকারী এ চেয়ার কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবস্থা এবং গাড়ি চালু হবার মতো কাজগুলো সম্পন্ন করতে সক্ষম।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ চেয়ারটির নিচে রাখা প্রযুক্তি ৩৬০ টি বিভিন্ন প্রেশার পয়েন্টের ডেটা রেকর্ড করে রাখে। প্রতি পয়েন্টে ০ থেকে ২৫৬ স্কেলে ডেটা রেকর্ড করে। তারপর সেই ডেটা কম্পিউটারে পাঠিয়ে কেনো ব্যক্তিতে শতকরা ৯৮ ভাগ ক্ষেত্রেই সঠিকভাবে শনাক্ত করা যায়।
আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই গাড়িতে এ চেয়ার ব্যবহার করা যাবে বলেই গবেষকরা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন