সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

কক্সবাজারে কম্পিউটার সোর্সের ৩০তম শাখা উদ্বোধন

শাহাব উদ্দীন
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের ৩০তম শাখা। রোববার দুপুর ১টায় সৈকত সংলগ্ন ঝাউতলার গ্রিনভ্যালি কমরপ্লক্সের নীচ তলায় কম্পিউটার সোর্সের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর তালুকদার ফিতা কেটে উদ্বোধন করেন নতুন এ শাখার।

এসময় প্রতিষ্ঠানটির চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক এস এম আউয়াল পাশা মুন, স্থানীয় নিটা কম্পিউটার্সের স্বত্ত্বাধিকারী এবং স্থানীয় প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ভোক্তাদের সেবা দিতে নিজেদের সক্ষমতা আরো বাড়িয়ে দিতে সৃষ্টিকর্তার কাছে বিশেষ মোনাজাতে শরিক হন অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা। মুনাজাত শেষে উপস্থিত ক্রেতা, শুভানুধ্যায়ীদের মিষ্টি দিয়ে বরণ করেন নতুন এ শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম খান নিরব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন