বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

 মোবাইল ফোনেও আসছে ফেসবুকের বিজ্ঞাপন

মো: শাহাব উদ্দীন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার মোবাইল ফোনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ফেসবুকের ৮০ কোটি ব্যবহারকারীর মধ্যে প্রায় ৩৫ কোটিই মোবাইল ফোন থেকে ফেসবুক ব্যবহার করে। এ সংখ্যা বেড়েই চলছে। এ ছাড়া ভবিষ্যতে ১০০ কোটি গ্রাহক যখন ফেসবুকে যুক্ত হবে, তার সিংহভাগই মোবাইল ফোন থেকে ফেসবুক ব্যবহার করবেন—এমনই মনে করছে সাইটটির কর্তৃপক্ষ।
নানা সুবিধার স্মার্টফোনে রীতিমতো ফেসবুকের জন্য যেমন আলাদা বোতাম (বাটন) তৈরি হচ্ছে, তেমনি ফেসবুক মোবাইল ফোনও বাজারে এসেছে। তাই আগামী বছরের মার্চে মোবাইল ফোনে বিজ্ঞাপন শুরুর কার্যক্রম চালু হবে বলে জানা গেছে। এই বিজ্ঞাপনের মাধ্যম ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনদাতাদের তথ্যগুলো নানাভাবে ব্র্যান্ডিংয়ের জন্য মোবাইল ফোনে নিউজ ফিড আকারে দেওয়া হবে। ব্যবহারকারীরা বিজ্ঞাপনটি অনেকটা স্ট্যাটাস হালনাগাদের মতো দেখতে পাবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অনলাইন বিজ্ঞাপনজগতে বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতেই ফেসবুক কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছর ফেসবুকে আয়ের পরিমাণ হবে প্রায় ৪৭০ কোটি ডলার, যা আগামী বছর বেড়ে দাঁড়াবে ৬৯০ কোটি ডলারে! আয়ের ক্ষেত্র বাড়াতে ফেসবুক মোবাইলের পাশাপাশি ক্রেডিট ব্যবসা, গেমস তৈরিসহ নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথাও ভাবছে। এ ছাড়া নিয়মিতভাবে ব্যবহারকারী আরও বাড়াতে যুক্ত হচ্ছে নতুন নতুন সব সুবিধা। এর মধ্যে টাইমলাইন সুবিধা, স্কাইপি চ্যাট সুবিধা, ভিডিও চ্যাট, স্থান নির্বাচন অন্যতম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন