বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

ফেসবুকই ফাঁস করে দিলো জুকারবার্গ’র গোপন ছবি

 শাহাব উদ্দীন
এবার ফেসবুকই ফাঁস করে দিলো মার্ক জুকারবার্গ’র গোপন ছবি। সার্চ জায়ান্টটির নিরাপত্তাজনিত ত্রুটির কারণেই বিব্রত অবস্থার মুখোমুখি হলেন ফেসবুক অধিপতি।
ওয়েবসাইটটিত কিছু বাগ থাকায় ভার্চুয়াল দুনিয়ায় প্রকাশ পেয়েছে জাকারবার্গ’র বন্ধু এবং বান্ধবী প্রিসিলা চ্যান’রর সঙ্গে তোলা একান্ত মুহূর্তের অন্তত দুই ডজন আলোকচিত্র। ফাঁস হওয়া ছবিগুলোর মধ্যে জুকারবার্গ’র ক্যালিফর্নিয়ার বাসায় প্রিসিলা চ্যানের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ছাড়াও রয়েছে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তোলা ছবি। বুধবার একটি বডিবিল্ডিং ওয়েবসাইটের মাধ্যমে এই ছবিগুলো ফেসবুকে চলে আসে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক’র এই নিরাপত্তাজনিত ত্রুটির বিষয় স্বীকার করে দেয়া বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “এর কারণ হিসেবে আমরা একটি বাগ খুঁজে পেয়েছি, যার কারণে ফেসবুক ব্যবহারকারীর সাম্প্রতিক ছবি তা লুকিয়ে রাখা হলেও তা সীমিত আকারে দেখার সুযোগ ছিল।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন