মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

বিশ্ব তেল সরবরাহ অকেজো করতে পারে হ্যাকাররা

শাহাব উদ্দীন
হ্যাকারদের সাইবার আক্রমণে ফলে বিশ্বের কম্পিউটার নিয়ন্ত্রিত তেল সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে পড়তে পারে। এই অপকর্মে হ্যাকাররা সফল হলে বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ার পাশাপাশি জিনিসপত্রের দাম আকাশ ছুঁতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ইউরোপের সর্ব বৃহৎ তেল উৎপাদক প্রতিষ্ঠান ‘শেল ইউরোপ’র এর আইটি ব্যবস্থাপক লুডল্ফ লুয়েহমান বলেন, “হ্যাকাররা সাইবার হামলার মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থপানার তথ্য যোগাড়ের জন্য শিল্প গোয়েন্দাবৃত্তি শুরু করেছে। সোমবার কাতারের রাজধানী দোহায় ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের এক সভায় তিনি ওই মন্তব্য করেন।”

লুয়েহমান আরও বলেন, “যদি হ্যাকাররা সাইবার আক্রমণের মাধ্যমে কম্পিউটার পরিচালিত মূল সুইচের নিয়ন্ত্রণ নিয়ে তেল সরবরাহ ব্যবস্থা সচল বা বন্ধ করতে সক্ষম হয়, তবে কি ঘটবে ভাবতে পারেন? এতে করে ভয়াবহ ঘটনা ঘটবে যার ফলে তেল উৎপাদন, অর্থ, জীবন এবং সর্বোপরি পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।”
তিনি বলেন, “হ্যাকাররা তেল কোম্পানিগুলোর গোপণ ব্যবসায়িক তথ্য হস্তগত করে তা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর কাছে বিক্রি করতে পারে। এরই মধ্যে বেশ করেকবার সাইবার হামলা হয়েছে। সম্প্রতি এই হামলা বেড়েছে।”
২০১০ সালে স্টাক্সনেট কোম্পনির কম্পিউটারগুলো আচমকা গরম হয়ে উঠলে এই সেক্টরে সাইবার হামলার বিষয়টি প্রথম ধরা পড়ে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন