শাহাব উদ্দীন
টুইটার ও গুগল প্লাস’র পর এবার আরও একটি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছে সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। নতুন এ প্রতিদ্বন্দ্বী সামাজিক নেটওয়ার্কটির নাম ‘লাইওয়াং’। চীনের সর্ববৃহৎ অনলাইন বেচাকেনা’র সাইট আলিবাবা তৈরি করছে সামাজিক যোগাযোগর ভার্চুয়াল এ প্লাটফর্মটি।
ডেস্কটপ পিসি’র পাশাপাশি সামাজিক যোগাযোগের এই নতুন প্লাটফর্মের জন্য তৈরি অ্যাপ্লিকেশন অ্যানড্রয়েড ফোন এবং আইফোনের মতো মোবাইল প্লাটফর্মেও কাজ করবে।
বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্সের সাইট আলিবাবা’র জনৈক মুখপাত্র ডোরা চাইয়ের বরাত দিয়ে এ সংবাদটি প্রকাশ করেছে রয়টার্স।
সংবাদসংস্থাটির প্রতিবেদক মেলানি লি’র সাথে আলাপকালে ডোরা জানান, নতুন এই সাইটটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাইটি নিয়ে নানামুখী পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
তবে ইতোমধ্যেই এর ‘বেটা সংস্করণ’ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে জানালেও কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি ডোরা। প্রসঙ্গত, চীনে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম এই প্রথম নয়। এর আগেও ‘রেনরেন’ বা ‘সিনা ওয়াইবো’র মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট এখানে তৈরি হয়েছে এবং এখনো সেগুলো চালু রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন