শাহাব উদ্দিন
এবার বাংলা ভাষায় মেইল সুবিধা দিচ্ছে ই-মেইল প্রভাইডার ইয়াহু। মেইল সার্ভারটির নতুন সংস্করণ ব্যবহার করলে এখন থেকে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, কান্নাডা, তেলেগু, মালায়ালাম, মারাঠি এবং গুজরাতি ভাষায় ব্যবহার করা সম্ভব হবে।
মেইলের সর্বশেষ সংস্করণটিতে আটটি ভারতীয় আঞ্চলিক ভাষাসহ মোট ২২টি ভাষা যুক্ত করায় এবার ইয়াহুমেইলে ব্যবহারযোগ্য ভাষার সংখ্যা দাঁড়ালো ৪৬টিতে।
ইয়াহু ইন্ডিয়ার একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দি ইকোনোমিকস টাইমস।’
ভাষা সুবিধার পাশাপাশি ইয়াহু মেইলের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে ফেসবুক, ইয়াহু গ্রুপ এবং ইয়াহু মেইল অ্যাকাউন্ট ও অন্যান্য ই-মেইল প্রভাইডার থেকে আসা মেইলের তাৎক্ষণিক জবাব দেয়ার সুবিধা। এছাড়াও এর ‘আপডেট ট্যাব’ ব্যবহার করে সামাজিক নেটওয়ার্ক সাইট টুইটার, ফেসবুক এবং জিংগা থেকে বন্ধুদের স্ট্যাটাস ভিউ দেখার পাশাপাশি তার আপডেট শেয়ার করা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন