শাহাব উদ্দীন
সালমান খানের হাত ধরে অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। সোহেল খান প্রযোজিত ছবি ‘ভীড়’র জন্য দীর্ঘ সময় ধরে খোঁজ করার পর জেরিনকে নির্বাচন করেন সাল্লু। সেই ছবিতে সালমানের বিপরীতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেন জেরিন। ছবিটি একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে হওয়ায় সেখানে অভিনয়ের বাইরে তেমন পারফরমেন্স প্রদর্শনের সুযোগ পাননি জেরিন। তারপরও তন্বী চেহারা, মিষ্টি হাসি ও ভাল অভিনয়ের কারণে দর্শকরা পছন্দ করেন তাকে। এরপর ‘রেডি’ ছবির ক্যারেক্টার ঢিলা শিরোনামের একটি আইটেম গানের জন্য নির্বাচন করা হয় তাকে। সালমান ও জেরিনের পারফরমেন্সে গানটি বেশ জনপ্রিয়তা পায়। কিন্তু এই গানটি করতে গিয়ে নিজের দুর্বলতার কথাটা বেশ ভাল ভাবেই টের পেয়েছিলেন জেরিন।
কারণ সালমান খান নাচের যে স্টেপগুলো করছিলেন, তার সঙ্গে তাল মেলাতে পারছিলেন না তিনি। সেই কারণে গানটি থেকে অনেক নাচের অংশ বাদ দিতে হয়েছে। বলিউডে স্থায়ী হতে হলে নাচে পারদর্শী হতে হবে, এই বিষয়টি বেশ ভাল ভাবেই উপলব্ধি করেছেন জেরিন। সে কারণেই বর্তমানে নাচ শিখছেন তিনি। নিয়মিত দু’জন নাচের শিক্ষকের কাছে নাচ শিখছেন। সামনেই সোহেল খান প্রযোজিত আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন জেরিন। সেই ছবিতে কাজ করার আগে নাচ শিখে নিজেকে পরিপূর্ণ করতে চাচ্ছেন তিনি। এ কারণেই তার এই কোমর বেঁধে নামা। এ বিষয়ে জেরিন খান বলেছেন, বলিউডে কাজ করতে গিয়ে নাচের দুর্বলতার বিষয়টি আমি টের পেয়েছি। আমি এখানে কাজ করতে এসেছি, তাই কোন দিক দিয়ে ফাঁক রাখতে চাই না। এ কারণেই আসলে নাচ শিখছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন