বিয়ে এবং বিয়ের পরিকল্পনা সংক্রান্ত যে কোনো প্রশ্নই এড়িয়ে চলছেন সালমান খান। তিনি মুখে কুলুপ এঁটে থাকলেও তার বাবা সেলিম খান অবশ্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, শিগগিরই মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সাল্লু। খবর ওয়ান ইন্ডিয়া’র।
এ প্রসঙ্গে সেলিম খান বলেছেন, ‘আসলে জুটি কিন্তু জান্নাতেই তৈরি হয়। সালমানের জুটিও তৈরিই আছে। আমি নিশ্চিত, খুব শিগগিরই মনের মানুষের খোঁজ পেয়ে যাবে সে। এরপরপরই সে জীবনে থিতু হবে।’
উল্লেখ্য, ‘বিগহার্ট লাভারবয়’ সালমান বেশ কয়েকবারই সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কোনোটাই। সর্বশেষ তিনি জানিয়েছিলেন, বিয়ে করার মতো কোনো নারী তিনি খুঁজে পাননি।
এ প্রসঙ্গে সেলিম খান বলেছেন, ‘আসলে জুটি কিন্তু জান্নাতেই তৈরি হয়। সালমানের জুটিও তৈরিই আছে। আমি নিশ্চিত, খুব শিগগিরই মনের মানুষের খোঁজ পেয়ে যাবে সে। এরপরপরই সে জীবনে থিতু হবে।’
উল্লেখ্য, ‘বিগহার্ট লাভারবয়’ সালমান বেশ কয়েকবারই সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কোনোটাই। সর্বশেষ তিনি জানিয়েছিলেন, বিয়ে করার মতো কোনো নারী তিনি খুঁজে পাননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন