বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার নেইমার

শাহাব উদ্দীন
ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন সান্তোস তারকা নেইমার। গত সোমবার সাও পাওলোতে এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তরুণ এ স্ট্রাইকার। ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে তখন জাপানের টোকিওতে অবস্থান করছিলেন তিনি। চলতি বছরটা দারুণ কাটছে ১৯ বছর বয়সী নেইমারের। তার হাত ধরেই সন্তোস জিতেছে কোপা লিবার্তাদোরেস শিরোপা। ব্রাজিলের জাতীয় দলের হয়েও আলো ছড়াচ্ছেন তিনি।
এতে ফিফা’র ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রাথমিক তালিকায়ও ছিল তার নাম। এছাড়া ইউরোপের অনেক জায়ান্ট ক্লাবই বিপুল অর্থের বিনিময়ে নেইমারকে পেতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু বর্তমানে সান্তোসকে ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন নেইমার। সান্তোসের সঙ্গে তিনি চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন