মো: শাহাব উদ্দীন
প্রতিদিন গড়ে ছয় লাখ ২৫ হাজার নতুন ব্যাবহারকারী বাড়াছে গুগল প্লাস-এ। আর এভাবেই ব্যবহারকারী বাড়লে আগামী বছরের মধ্যে এই অনলাইন সামাজিক নেটওয়ার্কের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০০ মিলিয়নে।
অ্যানসেনট্রি ডট কম ইনকরপোরেশন নামের একটি গবেষণা ও পরিসংখ্যান সংস্থার প্রতিষ্ঠাতা পল বি অ্যলেন এ তথ্য জানান।
‘গুগল প্লাস’-এর ধারাবাহিক প্রবিদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষে পরিচালিত এই অদাপ্তরিক পরিসংখ্যানে দেখানো হয়েছে, এ মুহূর্তে সামাজিক এ নেটওয়ার্কের মোট সদস্যের চার ভগের এক ভাগই এসেছে চলতি ডিসেম্বর মাসে। গত কয়েক সপ্তাহে ‘গুগল +’ -এর ব্যবহারকারী বেড়েছে নাটকীয় গতিতে।
গুগল প্লাস-এ নাটকীয়ভাবে সদস্য বৃদ্ধি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে অ্যালেন বলেন, মূলত গুগলের অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তার কল্যাণে অনেক মুঠোফোন ব্যবহারকারীই গুগল প্লাসের দিকে ঝুঁকে পড়েন। এছাড়াও গুগলের মেইল অ্যাকাউন্টে তাদের সামাজিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য নতুন একটি ট্যাব যুক্ত করা এবং নিয়মিত নোটিফিট করায় অধিকাংশ জিমেইল ব্যবহারকারীই এর সদস্য হয়েছেন। একইভাবে সদস্য হবার আহ্বান জানিয়ছেন বন্ধু-পরিজনদের।
বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চ ইঞ্জিন হলেও সামাজিক নেটওয়ার্ক জগতে গুগল+ বয়সে এখনো শিশু। চলতি বছরের প্রথম দিকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলেও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে গত সেপ্টেম্বর মাসে। তবে আত্মপ্রকাশের আগেই বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চ ইঞ্জিন হলেও সামাজিক নেটওয়ার্ক জগতে গুগল+ বয়সে এখনো শিশু। চলতি বছরের প্রথম দিকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলেও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে গত সেপ্টেম্বর মাসে। তবে আত্মপ্রকাশের আগেই বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
তারপরও বর্তমানে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক’র সাথে এখনো পাল্লা দেয়ার মতো অবস্থানে পৌঁছাতে পারেনি। ফেসবুক অনলাইন সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বয়সে যেমনটা প্রবীন তেমনি সদস্য সংখ্যার দিক দিয়েও অনেক ঊর্ধ্বে। বর্তমানে এটির সদস্য সংখ্যা ৮০০ মিলিয়ন।
তবে আত্মপ্রকাশের পর থেকেই এই অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক-এর পিছু ধাওয়া করতে সক্ষম হয়। ফলে আনুষ্ঠানিক যাত্রার এক মাসের মাথায় অক্টোবর মাসে গুগল+ এর সদস্য সংখ্যা পৌছে যায় ৪০ মিলিয়নে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন