সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

‘বডিগার্ড’ দেখে হাওয়া ‘জি.ওয়ান’!

শাহাব উদ্দীন
সম্প্রতি কাকতালীয়ভাবে একই উড়োজাহাজে দেখা হয়ে গিয়েছিলো বলিউডি খান সাম্রাজ্যের দুই প্রভাবশালী সদস্য শাহরুখ এবং সালমান খানের। কিন্তু বাঘে আর মহিষে কি কখনো এক ঘাটে জল খেতে পারে? আর তাইতো চির শত্রু  সালমানকে দেখে তড়িঘড়ি সেখান থেকে কেটে পড়লেন শাহরুখ। খবর ওয়ানইন্ডিয়া’র।
সম্প্রতি একটি পণ্যের দূতিয়ালীর কাজে দিল্লীতে যাওয়ার জন্য একটি উড়োজাহাজের বিজনেস ক্লাসে উঠেছিলেন শাহরুখ খান।
এদিকে আগে থেকেই ঐ একই প্লেনে ‘এক থা টাইগার’ ছবির সমস্ত ক্রু নিয়ে বসে ছিলেন সালমান খান। সেখানে সাল্লুর মুখোমুখি হওয়া মাত্রই নাকি ভড়কে যান কিং খান এবং তড়িঘড়ি কয়েকটা ফোনকল করে সেখান থেকে সরে পড়ার ব্যবস্থা করেন। খান সাহেবের ফোনে কাজ হয়। দ্রুতই ঐ প্লেন থেকে নেমে আরেকটি প্লেনে চড়ে দিল্লী রওনা হন তিনি।
পুরো ঘটনাটিতে দারুণ মজা পেয়েছে সালমান বাহিনী। তাদেরই একজন কৌতুক করে ব্ল্যাকবেরীতে স্ট্যাটাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন