সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

 টাচস্ক্রিনের নতুন কম্পিউটার

শাহাব উদ্দীন
দেশের বাজারে এসেছে আসুসের ইটি১৬১১পিইউটি মডেলের অল-ইন ওয়ান পিসি। এতে ১৫.৬ ইঞ্চির টাচস্ক্রিন পর্দা আছে। কম্পিউটারের সব উপকরণ এই টাচস্ক্রিন এলইডি মনিটরের সঙ্গে আছে। এতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ওয়েবক্যাম ইত্যাদি।
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ কম্পিউটারের দাম ৩২,০০০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন