শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

নারীর অপছন্দের তালিকায় হাসিখুশি পুরুষ!

মো: শাহাব উদ্দীন
বলা হয়, নারীদের মন বোঝা দায়। সাধারণত হাসিখুশি থাকলে সবাই সেই ছেলেকে পছন্দ করে। কিন্তু মেয়েদের বেলায় ঘটে ঠিক উল্টো। হাসিখুশি পুরুষেরা নাকি তাদের একেবারেই অপছন্দের। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার মনোবিজ্ঞানীদের চালানো এক জরিপের বরাত দিয়ে এমনি তথ্য দিয়েছে ডেইলি মেইল।
জরিপে দেখা গেছে, নারীরা কখনো হাসিমুখ ছেলেদের পছন্দ করে না। তাদের পছন্দ মুডি বা অস্থির মেজাজি ধরনের ছেলে।
তবে ছেলেদের বেলায় ঘটনা ঠিক উল্টো। হাসিখুশি নারীর প্রতি তাদের আকর্ষণ করে বেশি। এর কারণ হিসেবে বলা হয়েছে, এমন নারীরা সাধারণত বেশি অনুগত হয়।
ওই জরিপের ফলাফলে আরও বলা হয়েছে, যেসব পুরুষের প্রকাশভঙ্গি ভালো, কিছুটা অভিমানী, আবার কিছুটা হলেও লজ্জার মাথা খেয়ে নারীর মন জয়ে সচেষ্ট থাকে, তারাই নারীর মন জিততে পারে।
এর আগে মানুষের সঙ্গে দেখা হলে হাসিখুশি থাকার কথা বলা হতো। কিন্তু এখন জরিপে বেরিয়ে আসছে যে ওই ধারণা সেকেলে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া নতুন এ তথ্যটি দিয়েছে।
জরিপে অংশ নেওয়া হাজারো নারী-পুরুষের নানা ভঙ্গির ছবি দেখানো হয়েছে। ছবিগুলো কেমন? এর উত্তরে নারীরা জানায়, তারা হাসিখুশি পুরুষদের ছবি দেখে কম আকর্ষিত হয়েছে। এই নারীরাই একটু অভিমানী বা মুডি ধরনের ছেলেদের ছবি বেশি পছন্দ করেছে।
গবেষক জেসিকা ট্রেসির মতে, অস্থির মেজাজকে ছেলেদের আলাদা যোগ্যতা ও সামর্থ্য হিসেবে দেখা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন