মো: শাহাব উদ্দীন
ফেক সফটওয়্যার প্রমাণিত হওয়ায় অ্যান্ড্রয়েড মার্কেট থেকে ২২টি অ্যাপ্লিকেশন সরিয়ে নিয়েছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল। অপরদিকে অ্যাপলের ভার্চুয়াল সঙ্গী সফটওয়্যার সিরি’র বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ‘আলফ্রেড’ নামে নতুন একটি অ্যাপ’র নাম ঘোষণা করেছে গুগল কর্তৃপক্ষ।
তবে এটিকে আইওএস প্লাটফর্মের সিরির প্রতিদ্বন্দ্বী হিসেবে ধারণা করা হলেও আলফ্রেড অ্যাপ্লিকেশনটিতে আপাতত সিরির মতো কণ্ঠস্বর চেনার প্রযুক্তিটি নেই। এটি সার্চ অপশনের ওপর ভিত্তি করে ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করে থাকে।এদিকে প্র্রিমিয়াম টেক্স মেসেজ পাঠানোর জন্য অ্যাংরি বার্ডস-এর মতো যেসব থার্ডপার্টি সফটওয়্যার অ্যান্ড্রয়েডে ব্যবহার করা হয়েছিল তা জনপ্রিয় হলেও বেশকিছু অ্যাপ্লিকেশন মোটেই পছন্দ করেনি ব্যবহারকারীরা। বরং এদের মধ্যে বেশ কিছুর মধ্যে নিরাপত্তাজনিত ত্রুটিও লক্ষ্য করা গেছে। একইভাবে অ্যাপগুলোর বেশিরভাগই রাশিয়ার তৈরি ফেক সফটওয়্যার বলে প্রতীয়মান হওয়ায় গুগল অত্যন্ত দ্রুততার সাথে এরূপ ২২টি অ্যাপ্লিকেশন মুছে ফেলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন