মো: শাহাব উদ্দিন
সার্চ জায়ান্ট গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে প্রতিদিন ভিডিও দেখা হয় ৪০ কোটিবার। গুগলের দেওয়া তথ্য অনুসারে, গত ৮ মাসে ভিডিও দেখার হার ২৫ শতাংশ বেড়ে গেছে।
কম্পিউটার প্ল্যাটফর্ম ছাড়াও স্মার্টফোন এবং টেলিভিশন প্ল্যাটফর্মে ইউটিউব সার্ভিসটির ব্যবহার যোগ হওয়ায় এবং পেশাদার বিভিন্ন কনটেন্ট যোগ হওয়ায় ভিডিও দেখার হার বেড়েছে বলেই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।
গুগল জানিয়েছে, ২০১১ সালের মে মাসে প্রতি মিনিটে ৪৮ ঘণ্টার ভিডিও আপলোড হতো। সে তুলনায় এখন প্রতি মিনিটে ৬০ ঘণ্টার ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে।কম্পিউটার প্ল্যাটফর্ম ছাড়াও স্মার্টফোন এবং টেলিভিশন প্ল্যাটফর্মে ইউটিউব সার্ভিসটির ব্যবহার যোগ হওয়ায় এবং পেশাদার বিভিন্ন কনটেন্ট যোগ হওয়ায় ভিডিও দেখার হার বেড়েছে বলেই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রয়টার্স জানায়, সার্চ ব্যবসার পাশাপাশি বিজ্ঞাপন ব্যবসা আরও বাড়াচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে বার্ষিক ৫ বিলিয়ন ডলার আয় হচ্ছে বলেই গুগল সাম্প্রতিক এক তথ্যে জানিয়েছে। অবশ্য প্রতিদিন যে ৪০০ কোটি ভিডিও দেখা হয় তার সবগুলো থেকেই গুগলের আয় হয় না। সপ্তাহের হিসাবে ৩০০ কোটি ভিডিও থেকে কেবল আয় হয়।
ইউটিউব সম্প্রতি ওয়েবসাইটের ডিজাইনে পরিবর্তন এনেছে। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউবে যোগ হয়েছে বিশেষ চ্যানেল ব্যবস্থা এবং কনটেন্ট। সংগীত তারকা ম্যাডোনা, জে-জে এবং সংবাদমাধ্যম রয়টার্সের মতো চ্যানেলও ইউটিউবে যোগ হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন