মো: শাহাব উদ্দিন
বলিউডের ‘দাবাং খান’ সালমান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের ৪০০ হাজতবাসীর দিকে। তিনি তাদের কারাবাসের অবসান ঘটাবেন।
সালমান তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’ থেকে উদ্যোগ নিয়েছেন, যেসব অপরাধী তাদের কারাদণ্ড ভোগের পরও, অর্থদণ্ডের অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে দীর্ঘদিন ধরে বন্দী জীবন কাটাচ্ছেন তাদের মুক্ত করার। এই লক্ষে সালমান ইতিমধ্যেই কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছেন। যাতে তিনি উল্লেখ করেছেন, তার প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’ সেই সব বন্দীর হয়ে অর্থদণ্ডের অর্থ পরিশোধ করবেন যারা দরিদ্রতার কারণে এতোদিন জেল খেটেছেন। সালমান তাদের জন্য ৪০ লাখ রুপি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন বলে ওই আবেদনে উল্লেখ করেছেন।
এদিকে ভারতের উত্তর প্রদেশের আইজি (জেল) বিজয় কুমার গুপ্তা বলেন, “উত্তর প্রদেশের ৬৩টি জেলে প্রায় ৪০০ এমন বন্দী রয়েছে, যারা অর্থদণ্ড দিতে অপারগ হওয়ায় কারাদণ্ড ভোগ করছে। অল্প কিছু অর্থ হলেই তারা মুক্ত হতে পারে।”
বিজয় কুমার আরো জানান, সালমানের আবেদনে বিশেষ নজর দিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা বিষয়টি বিবেচনায় রেখেছেন এবং খুব জলদিই এর একটা সিধান্ত তারা ঘোষণা করবেন।
উল্লেখ, সালমানের এই হাজতবাসীদের প্রতি সহানুভূতি এমনিতেই আসেনি। ‘বডিগার্ড’ সালমানকে ২০০৬ সালে মায়াহরিণ শিকারের মামলায় এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই জের ধরে তাকে তিন দিন হাজতে থাকতেও হয়েছে। পড়ে অবশ্য জামিনে তিনি ছাড়া পান। কিন্তু সেই সময় থেকে হাজতবাসীদের কস্টের ব্যাপারে আঁচ করতে পারেন। এই কারণেই তিনি এখন এসে দাঁড়িয়েছেন তাদের পাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন