সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

চুম্বনের সময় এক পা উঁচু করে কেন?

মো: শাহাব উদ্দিন
আমাদের দেশে অবশ্য এ রকম দেখা যায় না। ইউরোপ-আমেরিকায় পার্কে বা রাস্তাঘাটে চুম্বনের সময় মেয়েরা সাধারণত এক পায়ের গোড়ালি উঁচু করে, আরেক পা পেছন দিকে ঠেলে দেয়। এর একটা কারণ হতে পারে, যেহেতু মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে খাটো, তাই হিল একটু উঁচু করতে হয়, আর তখন ভারসাম্য রক্ষার জন্য আরেক পা পেছনে ঠেলে দেয়। কিন্তু অনেক ছেলেও তো খাটো। ওরা যখন লম্বা মেয়েদের চুমু খায়,
তখন কিন্তু পেছনে পা ঠেলে দেয় না। একজন প্রেম বিশেষজ্ঞ বলেন, মেয়েরা পেছনে পা ঠেলে দিয়ে ঘোষণা করে, সবাই দেখো, এই যুবক এখন শুধুই আমার! যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। আমরা দেখি, রাস্তায় হেঁটে যাওয়ার সময় কোনো দম্পতি হাত ধরাধরি করে হাঁটে। মানে, দেখো, আমরা একে অপরের। কিন্তু বাসায় সেটা প্রকাশের দরকার হয় না বলে কেউ ঘরের ভেতর হাত ধরাধরি করে হাঁটে না। প্রকাশ্যে চুম্বনের সময়ও ও রকম ঘোষণার একটা ব্যাপার থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন