মো: শাহাব উদ্দিন
বিপিএল’র নিলাম চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকার র্যাডিসন হোটেলে শুরু হয় খেলোয়াড়দের কেনাবেচা। এখন চলছে দুপুরের বিরতি।
পাকিস্তানের অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে দিয়ে নিলাম শুরু হয়। ফ্লোর প্রাইজ ১ লাখ ডলারে তাকে কেনে দুরন্ত রাজশাহী।
তবে দেশী ক্রিকেটারদের চেয়ে বিদেশী দুই ক্রিকেটার ক্রিস গেইল আর শহিদ আফ্রিদিকে দলে টানতে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয় দল গুলোর মধ্যে।
শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ টাকা ব্যয়ে শহিদ আফ্রিদিকে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। অপরপক্ষে নিলামের হাঁক ডাকে ক্রিস গেইলকে জিতে নেয় বরিশাল।
কোনো বিদেশী খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ডাকের পরিমাণ পাঁচ লাখ ডলার হলেও আফ্রিদির জন্য ঢাকাকে গুণতে হয় পুরো সাত লাখ ইউএস ডলার। নিলামে নয়, সর্বোচ্চ মূল্যসীমা ছাড়িয়ে যাওয়া লটারি জিতে আফ্রিদিকে পেতে হয় ঢাকাকে।
বরিশাল ছাড়া বাকি পাঁচ দলই তার জন্য ৫ লাখ ডলার দর হাঁকে একই সঙ্গে। শেষ পর্যন্ত লটারিতে তোলা আফ্রিদিকে পেয়ে যায়। ১১ এপ্রিল থেকে আফ্রিদিকে পাওয়া যাবে। তাকে কিনতে খুলনা ৬ লাখ ১২ হাজার, চট্টগ্রাম ৬ লাখ, রাজশাহী ৫ লাখ ৪০ হাজার ডলার, এবং সিলেট ৫ লাখ ১০ ডলার হাঁকে।
বরিশাল বার্নার্স ক্যারিবীয় অল-রাউন্ডার ক্রিস গেইলকে কেনে পাঁচ লাখ ৫১ হাজার ডলারে। তাকে নিতে দুরন্ত রাজশাহীর সঙ্গে ‘টাই’ হয় বরিশালের। ৫ লাখ ডলারে উভয় দল ঘোষনা করে বিপাকে ফেলে দেয় বিপিএলকে। পরে রাজশাহীর ৫ লাখ ৩১ হাজার ডলারকে টপকে জিতে যায় বরিশাল।
দেশী ক্রিকেটারদের মধ্যে নাসির হোসেন ২ লাখ ডলারে খুলনায় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১ লাখ দশ হাজার ডলারে যোগ দিচ্ছেন চট্টগ্রামে।
নিলামে ‘এ’ শ্রেণীতে ১৭, ‘বি’ শ্রেণীতে ৩৬ ও ‘সি’ শ্রেণীতে ৫৮ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তাদের জন্য ‘এ’ শ্রেণীর সর্বনিম্ন মূল্য ১ লাখ ডলার, ‘বি’ গ্রুপের ৫০ হাজার ও ‘সি’ গ্রুপের ২৫ হাজার ডলার।
এছাড়া ‘এ’ শ্রেণীতে ৬, ‘বি’ শ্রেণীতে ১২ ও ‘সি’ শ্রেণীতে ৬৮ জন স্থানীয় ক্রিকেটার রয়েছেন। তাদের জন্য ‘এ’ শ্রেণীর সর্বনিম্ন মূল্য ৪৫ হাজার ডলার, ‘বি’ গ্রুপে ৩০ হাজার ডলার ও ‘সি’ গ্রুপে ২০ হাজার ডলার।
দুপুর ১টায় ১০ মিনিটের বিরতি ঘোষণার আগ পর্যন্ত নিলাম-চিত্র
ঢাকা গ্ল্যাডিয়েটর্স: সাঈদ আজমল (১ লাখ ডলার), কাইরন পোলার্ড (৩ লাখ) শহিদ আফ্রিদি (৭ লাখ), মাশরাফি বিন মর্তুজা (৪৫ হাজার) ও রানা নাভিদ উল হাসান (১ লাখ)।
বরিশাল বার্নার্স: ব্র্যাড হজ (১ লাখ ৪০ হাজার), ক্রিস গেইল (৫ লাখ ৫১ হাজার), ইয়াসির আরাফাত (৮০ হাজার) ও আহমেদ শেহজাদ (৫০ হাজার)।
চট্টগ্রাম কিংস: শোয়েব মালিক (১ লাখ ৫০ হাজার), মুত্তিয়া মুরালিধরন (১ লাখ), ডোয়াইন ব্র্যাভো (১ লাখ ৫০ হাজার) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১ লাখ ১০)।
খুলনা রয়্যাল বেঙ্গলস: আব্দুর রাজ্জাক (৮৫ হাজার), নাসির হোসেন (২ লাখ), আন্দ্রে রাসেল (৮৫ হাজার), সনাৎ জুয়াসুরিয়া (১ লাখ ১০ হাজার), নাইল ও’ব্রায়েন (৮০ হাজার) ও ফিদেল এডওয়ার্ডস (৬০ হাজার)।
দুরন্ত রাজশাহী: আব্দুল রাজ্জাক (১ লাখ), জুনায়েদ সিদ্দিক (৭০ হাজার), ইমরান তাহির (৫০ হাজার) ও মারলন স্যামুয়েলস (৩ লাখ ৬০ হাজার)।
সিলেট রয়্যালস: ইমরুল কায়েস (৫০ হাজার), পিটার ট্রেগো (৭৫ হাজার), ড্যারেন স্যামি (৫৫ হাজার), ব্র্যাড হগ (৫০ হাজার), সোহেল তানভির (১ লাখ) ও কামরান আকমল (১ লাখ)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন