মো: শাহাব উদ্দিন
চাতুর্য্য আর মিথ্যা স্বপ্ন বুনে স্প্যাম ছড়ানোর দায়ে অ্যাসেন্ড মিডিয়া নামের একটি বিপনন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সামাজিক নেটওয়ার্ক দৈত্য ফেসবুক। দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘ক্লিকজ্যাকিং’ চালিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত হবার পরও মুখে কুলুপ এঁটে রয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকে কোনো পোস্ট না দিয়েও ‘লাইক’ অপশনের মাধ্যমে যে মন্তব্য করা হয় তা মন্তব্যপ্রাপ্ত ফেসবুক ব্যবহারকারীর বিনা অনুমতিতেই তার হোমপেজে ‘লাইকড’ হিসেবে দেখায়। অবশ্য এই লাইক অপশনটি ব্যবহারকারীকে অন্য সাইটে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু এই লাইক অপশনটি দিয়ে স্প্যাম ছড়ানোর অপচেষ্টা করেছে অ্যাসেন্ড।
তবে এর অপপ্রয়োগ থেকে ব্যবহারকারীদের পুরোপুরি নিরাপত্তা দিতে ফেসবুক প্রতিশ্রুতিবদ্ধ। আর এই বিশেষ ধরনের আক্রমণ প্রতিহত করতে ফেসবুকের নিরাপত্তা বিশেষজ্ঞরা অভাবনীয় একটি পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সম্পর্কে ফেসবুক’র নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রেইগ ক্লার্ক বলেন, ‘ছদ্মবেশী আক্রমণ’ সমূলে উৎপাটনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “ফেসবুক সেবার অপব্যবহার করে কেউ যেন স্ক্যামিং করে আখের গোছাতে না পারে সে জন্য আমরা একের পর এক নতুন নতুন টুল ব্যবহার করবো। ‘লাইক’ অপসনটিও ছিল তেমন একটি টুল। যে টলটির ওপর আমরা কড়া নজরদারি রেখেছিলাম। যার মাধ্যমে আমরা অ্যাসেন্ড নামের প্রতিষ্ঠানটির অবৈধ কর্মকাণ্ড সনাক্ত করতে সক্ষম হয়েছি।”
এদিকে একই অভিযোগে অ্যসেন্ড মিডিয়ার বিরুদ্ধে মামলা করেছে ব্রিটেন সরকার। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে স্প্যাম ছড়ানো বন্ধের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণার পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি বিষয় আদালতে গড়িয়েছে।
অ্যাটর্নি জেনারেল রব ম্যাকিনা বলেন, “অবৈধভাবে ‘লাইক’ অপশনের মতো কৌশল প্রয়োগ করে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাচার করা ঠেকাতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন