মো: শাহাব উদ্দিন
ব্লক করা টুইট প্রকাশে নতুন প্রযুক্তি ব্যবহার করছে মাইক্রব্লগ টুইটার। স্থানীয় বিধিনিষেধ আরোপের কারণে ব্লগ থেকে আপত্তিকর টুইট ব্লক করা হলেও তা টুইটার থেকে যেন একবারেই হারিয়ে না যায় সে জন্য নতুন এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে আজ থেকে সুনির্দিষ্ট কোনো দেশের মুছে ফেলা টুইটটি বিশ্বের বাকি সব দেশেই প্রদর্শিত হবে বলে জানা গেছে।
শুক্রবার টুইটারের এক ব্লগ পোস্টে এসব তথ্য জানানো হয়। ‘টুইট চলবেই’ (টুইট মাস্ট ফ্ল) শিরোনামের ওই দাপ্তরিক ব্লগ পোস্টে বলা হয়েছে, “আজ থেকে আমরা দেশভিত্তিক বেছে বেছে টুইট ব্লগ ব্যবস্থা চালু করছি। ফলে এখন থেকে টুইটারের কোনো কন্টেন্ট মুছে ফেলা হলেও তা কেবল ওই টুইট পোস্ট করা ব্যক্তির দেশেই অপ্রদর্শিত থকবে।
কিন্তু গোটা বিশ্বে এটা প্রদর্শিত হবে। টুইটার ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, নাৎসি বিরোধী মন্তব্য থাকায়ে ফ্রান্স এবং জার্মানে তুমুল বিতর্কের মুখে টুইটার থেকে ওইসব মন্তব্য মুছে ফেলার পর সেগুলো আর টুইটারে প্রদর্শিত হয়নি।
স্থানীয় ব্যক্তিদের আপত্তির কারণে বিশ্ববাসী সেসব টুইট পড়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। স্থানিক প্রতিবাদের কারণে বিশ্বের অন্যান্য টুইটার ব্যবহার কারীরা যেন বঞ্চিত না হন সে জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন