মো: শাহাব উদ্দিন
মেয়ের মৃত্যু অসহায়ভাবে দাঁড়িয়ে দেখতে হলো একজন বাবাকে। মেয়েকে নিয়ে নদীতে নামার পর একটি কুমির কেড়ে নিয়ে যায় ১০ বছর বয়সী জুরাইদাকে। কেড়ে নিয়ে টুকরো টুকরো করে খেয়ে ফেললেও কিছুই করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।
এর কিছু সময় পর উদ্ধারকর্মীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে।
কিন্তু উদ্ধারকর্মীরা শুধু শিশুটির পোশাক ও চুলের ফিতা ছাড়া আর কিছু খুঁজে পাননি।এর কিছু সময় পর উদ্ধারকর্মীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে।
ইন্দোনেশিয়ার একজন কর্মকর্তা ভিক্টর মাদো ওয়াটনের বরাত দিয়ে জাকার্তা পোস্ট জানায়, নদীর অল্প পানিতে (আধা মিটার) নামার পরপরই কুমিরটি তাকে (জুবাইদা) টেনে নিয়ে যায়। গত মাসেও একই স্থানে কুমিরের আক্রমণে একটি শিশু মারা গেছে।
এ ঘটনার কয়েক দিন আগে স্থানীয় বাসিন্দারা, নদীর তীরে কিছু কুমিরকে রোদ পোহাতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এ ছাড়া তাদের গৃহপালিত অনেক প্রাণী কুমিরের শিকার হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
নোনা পানির কুমির হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সরীসৃপ প্রজাতি। অস্ট্রেলিয়া, ভারতের পূর্ব-উপকূলে এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। ডেইলি মেইল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন