সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

ভাইরাস ধ্বংসে নতুন অস্ত্র

মো: শাহাব উদ্দিন
কম্পিউটারে ভাইরাস আক্রমণ একটি জটিল সমস্যা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ভাইরাস আক্রমণ হয়, যা ব্যবহারকারীদের জন্য বেশ বিব্রতকর। এতে অনেক ৰতির সম্মুখীন হতে হয় প্রায়ই। ভাইরাস হামলা ঠেকাতে নানা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সে প্রচেষ্টার অংশ হিসেবে ভাইরাস প্রতিরোধ বা আক্রান্ত হলে সেই ভাইরাস ধ্বংসে জাপান নতুন এক ধরনের অস্ত্র তৈরি করছে। এটিকে বলা হচ্ছে সাইবার অস্ত্র।
সম্প্রতি জাপানের এই অস্ত্র তৈরির পরিকল্পনার খবর জানা গেছে। এই খবরে বলা হয়েছে, জাপান এমন একটি ভাইরাস তৈরি করছে যা অন্যসব ভাইরাসকে দমন করবে। এ অস্ত্রটির পরীক্ষাও সফল হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি জাপানী পত্রিকা ইয়োমিউরি শিমবুনের এক প্রতিবেদন বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইবার অস্ত্র তৈরি করছে যা যে কোন ধরনের সাইবার হামলা প্রতিহত করবে এবং পাল্টা হামলা হিসেবে আক্রমণকারীর কম্পিউটারে ফেরত পাঠাবে। এটি ম্যালওয়্যারের উৎস ধ্বংস করে আক্রান্ত কম্পিউটারকে অচল করে দিতে সক্ষম হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ সাল থেকে জাপান সরকার তিন বছরের প্রকল্প নিয়ে এ অস্ত্র তৈরির কাজ শুরু করেছিল। এই অস্ত্র তৈরিতে সাহায্য করেছে জাপানী টেক জায়ান্ট কোম্পানি ফুজিৎসু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন