মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

আবারও ফেসবুক অচলের হুমকি!(ভিডিও)

 মো: শাহাব উদ্দিন
২৮ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক অচল করে দেওয়া হবে সম্প্রতি এমন হুমকি দিয়ে একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। ভিডিওতে হুমকিদাতার পরিচয় হিসেবে আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কথা বলা হয়েছে।
ভিডিওটিতে বলা হয়েছে, ‘ফেসবুকের ৬০ হাজার সার্ভার থাকা সত্ত্বেও এই সাইটটি অচল করে দেওয়া সম্ভব।’
আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এবং অ্যানোনিমাসের মধ্যে অনলাইন যুদ্ধ শুরু হয়ে গেছে। ইন্টারনেট অধিকারের ক্ষেত্রে সোপা এবং পিপার মতো আইনগুলোই বিরোধিতার কারণ হিসেবে উল্লেখ করে বিভিন্ন ওয়েবসাইট আক্রমণের পথ বেছে নেওয়া হয়েছে।
এ আক্রমণে সবাইকে অ্যানোনিমাসের পক্ষে থাকার জন্যও অনুরোধ করা হয়েছে। যারা সমর্থন করতে চান তাদের একটি প্রোগ্রাম ডাউনলোড করার কথাও বলা হয়েছে ভিডিওতে।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ৫ নভেম্বর ফেসবুক অচল করে দেওয়া হবে—এমন হুমকি এসেছিল অ্যানোনিমাসের পক্ষ থেকে। কিন্তু অ্যানোনিমাস পরে এ হুমকির কথা অস্বীকার করেছিল।
প্রযুক্তি সাইট ম্যাশএবল এবং সিনেটের বিশ্লেষকেরা বলছেন, ফেসবুক অচল করে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট করা ভিডিওটির সঙ্গে অ্যানোনিমাসের কিছু সদস্য হয়তো জড়িত থাকতে পারে। তবে পুরো গ্রুপটি হয়তো একমত নয়।
এদিকে ইউটিউবে হুমকি দেওয়া হলেও অ্যানোনিমাসের টুইটার অ্যাকাউন্ট অ্যাননওপস থেকে টুইট করা এ ভিডিও পোস্টটির কথা অস্বীকার করা হয়েছে। অ্যানোনিমাসের পক্ষ থেকে ফেসবুকে কোনো ধরনের আক্রমণ না করার কথাই টুইটে জানানো হয়েছে এবং একে মিথ্যাচার বলে আখ্যা দেওয়া হয়েছে।
আক্রমণের খবর পৌঁছেছে ফেসবুক কর্তৃপক্ষের কানেও। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যানোনিমাস বা যেকোনো ধরনের আক্রমণ ঠেকানোর জন্য ফেসবুকও প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে ৬০ জন কর্মকর্তা সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি দেখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন