সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ কোটি

 মো: শাহাব উদ্দিন
১৩০ কোটি জনসংখ্যার দেশ চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ কোটির মাইলফলক পেরিয়েছে। ২০১১ সালের সর্বশেষ তথ্য অনুসারে চীনে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৫১ কোটি ৩০ লাখ। ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে বলেও জানা গেছে।
চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি)-এর তথ্য অনুসারে চীন ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। ২০১১ সালে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১২.২ শতাংশ।
চীনের মাইক্রোব্লগ সাইট ওয়েবুস-এর তথ্য অনুসারে, চীনে ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকই ওয়েবুস ব্যবহার করে।
এদিকে, ১৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিকম রেগুলারিটি কমিশন-এর দেয়া তথ্য অনুসারে বাংলাদেশে ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে ২ কোটি মানুষ। এর মধ্যে প্রচলিত আইএসপির ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৬০ লাখ, গ্রামীণফোনের এজ-জিপিএস ব্যবহারকারী সংখ্যা ৭০ লাখ এবং ওয়াইম্যাক্স ও অন্যান্য মোবাইল অপারেটরদের গ্রাহক ৭০ লাখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন